বেলাল আহমেদ, মাদারীপুর: ফেসবুক বা সিনেমার গল্প নয়, এবার বাস্তবেই দক্ষিণ আফ্রিকা থেকে প্রেমের টানে মাদারীপুরে ছুটে এলেন এক কৃষ্ণাঙ্গ তরুণী। নাম তার মাহেরা দত্ত। পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তবে পদবি বা ক্যারিয়ারের চেয়েও তার কাছে বড় হয়ে উঠেছে বাংলাদেশি যুবক সজিব বেপারীর প্রতি অগাধ ভালোবাসা। সুদূর কেপটাউন থেকে ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলী গ্রামে এখন যেন উৎসবের আমেজ!
মাদারীপুরের মিন্টু বেপারীর ছেলে সজিব ভাগ্য বদলাতে সাত বছর আগে পাড়ি জমিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। কেপটাউনের আলেকজান্ডার এলাকায় নিজের ব্যবসা সামলানোর মাঝেই পরিচয় হয় স্থানীয় তরুণী মাহেরার সাথে।
প্রথমে বন্ধুত্ব, তারপর মন দেওয়া-নেওয়া। চার বছরের গভীর প্রেমের পর ২০২৩ সালে দুই পরিবারের সম্মতিতে জাঁকজমকভাবে বিয়ে করেন তারা। তাদের কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান।
বিয়ের পর এই প্রথম স্ত্রী-সন্তানকে নিয়ে দেশে ফিরেছেন সজিব। গায়ে হলুদ থেকে শুরু করে বৌভাত—পুরো বাঙালি রীতিতে হয়েছে বিয়ের উৎসব।
বিদেশি বউ দেখতে সজিবের বাড়িতে এখন উৎসুক মানুষের ভিড়। এলাকার মানুষ অবাক হয়ে দেখছেন, কীভাবে এক বিদেশি তরুণী খুব সহজেই মিশে গেছেন বাংলার কাদা-মাটির মানুষের সাথে।
মাহেরা দত্তের কণ্ঠে মুগ্ধতা: “সজিব খুব ভালো মনের মানুষ। ওর সততা আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশের মানুষ এত আন্তরিক যে আমি অভিভূত। এখানকার সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে।”
বিদেশি পুত্রবধূ নিয়ে শুরুতে কিছুটা দ্বিধা থাকলেও এখন খুশিতে আত্মহারা সজিবের মা লিপি বেগম। তিনি বলেন, “প্রথমে একটু ভয় ছিল ভিনদেশি মেয়ে বলে। কিন্তু ও আসার পর সব ভয় কেটে গেছে। ও অল্প অল্প বাংলা বোঝে, বাকিটা ইশারায় বুঝিয়ে দেয়। খুব ভালো মেয়ে সে।”
আবারও ফিরে যাওয়া
সজিবের বাবা সাবেক ইউপি সদস্য মিন্টু বেপারী সকলের কাছে দোয়া চেয়েছেন যেন এই দম্পতি সারাজীবন সুখে থাকে। তবে সুখের এই ক্ষণটি দীর্ঘস্থায়ী হচ্ছে না দেশের মাটিতে। চলতি মাসের শেষ দিকেই স্ত্রী ও সন্তানকে নিয়ে আবারও কর্মস্থল দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমাবেন সজিব।
সোশ্যাল মিডিয়ায় তোলপাড়: গ্রামের সহজ-সরল সজিবের সাথে স্মার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাহেরার এই সফল প্রেমের গল্প এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
নেটিজেনরা বলছেন, “ভালোবাসার কোনো সীমানা নেই, মাদারীপুরের সজিব আর মাহেরা সেটা আবারও প্রমাণ করলেন।”