বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দেশের বাজারে আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছাল স্বর্ণের দাম। সোমবার (২৬ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে সারাদেশে নতুন এই দাম কার্যকর ।
বাজুসের তথ্যমতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তালিকায়:
২২ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা (বৃদ্ধি: ৫,২৪৯ টাকা)।
২১ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা।
১৮ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা।
পাশাপাশি রুপার দামও রেকর্ড ভেঙেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫২৫ টাকা বাড়িয়ে বর্তমানে ৭ হাজার ৭৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
জুয়েলারি ব্যবসায়ীদের উদ্বেগ: রাজধানীর এক জুয়েলারি দোকানের মালিক বলেন, “২৪ ঘণ্টার ব্যবধানে এই বড় লাফ আমাদের জন্য চিন্তার। দাম দুই লাখ ছাড়ানোর পর থেকেই ক্রেতারা দোকানে আসা কমিয়ে দিয়েছিলেন। এখন নতুন এই দামে গয়না বিক্রি করা বা অর্ডার নেওয়া কঠিন হয়ে পড়বে।”
কারিগরদের সংকট: স্বর্ণের এই আকাশচুম্বী দামে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন কারিগররা। তাঁতীবাজারের এক প্রবীণ কারিগর জানান, “স্বর্ণের দাম বাড়লে আমাদের কাজ কমে যায়। মানুষ এখন আর আগের মতো ভারী গয়না বানাতে চায় না। বড় শোরুমগুলো অর্ডার না পেলে আমরা মজুরি পাই না। এভাবে দাম বাড়তে থাকলে আমাদের টিকে থাকা অসম্ভব হবে।”
অতিরিক্ত খরচ: বিক্রয়মূল্যের সাথে ৫% ভ্যাট ও ন্যূনতম ৬% মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত হবে।
২০২৬-এর প্রবণতা: এ বছর এখন পর্যন্ত ১৪ বার দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ১১ বারই বেড়েছে।
অতীত রেকর্ড: ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।