Home সারাদেশ স্বামীর আগুনে পুড়ে গেল স্ত্রী, দুই সন্তান ও শ্যালিকাসহ পাঁচজন

স্বামীর আগুনে পুড়ে গেল স্ত্রী, দুই সন্তান ও শ্যালিকাসহ পাঁচজন

ছবি: এ আই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর সঙ্গীতা এলাকায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামী ঘুমন্ত অবস্থায় নিজের স্ত্রী, সন্তান ও শ্যালিকাসহ সবার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে। দগ্ধরা হলেন রিনা বেগম, তার দুই ছেলে আরাফাত ও তাওহীদ, ছোট বোন সালমা বেগম এবং সালমার ছেলে ফরহাদ। বর্তমানে তারা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দগ্ধ রিনার স্বামী ফরিদ মিয়া পেশায় পিকআপ ভ্যানচালক এবং মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে তিনি স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। পারিবারিক কলহের কারণে রিনা সন্তানদের নিয়ে কিছুদিন আগে বাবার বাড়ি সঙ্গীতা এলাকায় চলে যান।

ঘটনার রাতে ফরিদ গোপনে সেখানে গিয়ে ঘুমন্ত রিনা ও পরিবারের অন্য সদস্যদের ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর তিনি বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। আগুনের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে টিনের বেড়া ভেঙে তাদের উদ্ধার করেন।

রিনার বাবা মোহন মিয়া জানান, “আমার জামাই ফরিদ নেশাগ্রস্ত। সে দীর্ঘদিন ধরে আমার মেয়ের ওপর অত্যাচার করে আসছে। এবার সে আমার মেয়েসহ নাতি-নাতনিদের পুড়িয়ে মারার চেষ্টা করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক কুমার বলেন, “৯৯৯-এ ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করি এবং প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করি। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”