Home দিল্লি আসামে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু

আসামে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের আসাম রাজ্যের হোজাই জেলায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একটি হাতির পালের সাতটি হাতি প্রাণ হারিয়েছে এবং একটি গুরুতর আহত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোরে সাইরাং থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR) সূত্রে জানা গেছে, শনিবার রাত ২:১৭ মিনিট নাগাদ লুমডিং ডিভিশনের যমুনামুখ-কামপুর সেকশনে এই দুর্ঘটনা ঘটে। সাইরাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসটি যখন ওই এলাকা অতিক্রম করছিল, তখন হঠাৎ একদল হাতি রেললাইনে চলে আসে। চালক জরুরি ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সাতটি হাতি মারা যায়।

সংঘর্ষের তীব্রতায় ট্রেনের ইঞ্জিন এবং পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে স্বস্তির বিষয় এই যে, ট্রেনের কোনো যাত্রী আহত হননি। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। রেলওয়ে মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বগিগুলো রেখে অন্য একটি ইঞ্জিনের সাহায্যে যাত্রীদের গুয়াহাটি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে অতিরিক্ত কোচ যুক্ত করে ট্রেনটি দিল্লির উদ্দেশ্যে পুনরায় যাত্রা করবে।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি কোনো “চিহ্নিত হাতি করিডোর” (Designated Elephant Corridor) নয়। হোজাইয়ের পুলিশ সুপার ভি. ভি. রাকেশ রেড্ডি জানান, উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন বিভাগ ও রেলওয়ে যৌথভাবে ঘটনার তদন্ত করছে।