হেলথ ডেস্ক: বিশ্বজুড়ে ক্যানসার, ডায়াবেটিস এবং হৃদরোগের মতো প্রাণঘাতী অসংক্রামক ব্যাধি (NCDs) নিয়ন্ত্রণে সদস্য দেশগুলোকে মদ বা অ্যালকোহল এবং চিনিযুক্ত পানীয়র (SSBs) ওপর উচ্চহারে ‘হেলথ ট্যাক্স’ বা স্বাস্থ্য কর আরোপের জরুরি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
গত ১৩ জানুয়ারি প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, এসব ক্ষতিকর পণ্যের সহজলভ্যতা বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সংকটকে আরও ঘনীভূত করছে।
প্রতিবেদনের মূল উদ্বেগ: দাম কমছে, রোগ বাড়ছে
WHO-এর তথ্যমতে, বিশ্বব্যাপী মাথাপিছু আয় বাড়লেও অ্যালকোহল এবং চিনিযুক্ত পানীয়র দাম সেভাবে বাড়েনি। ফলে এই পণ্যগুলো মানুষের নাগালে চলে আসছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়:
- বিশ্বের অধিকাংশ দেশে পানি বা পুষ্টিকর পানীয়র তুলনায় কোমল পানীয় বা চিনিযুক্ত পানীয়র দাম অনেক ক্ষেত্রে কম।
- অ্যালকোহল পানের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৩০ লাখ মানুষ মারা যায়।
- অসংক্রামক ব্যাধি বা NCD (যেমন- ক্যানসার, হৃদরোগ, উচ্চ রক্তচাপ) বর্তমানে বিশ্বের মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশের জন্য দায়ী।










