Home কক্সবাজার কক্সবাজারে ডাকাতের গুলিতে কলেজ শিক্ষার্থী নিহত

কক্সবাজারে ডাকাতের গুলিতে কলেজ শিক্ষার্থী নিহত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি পাহাড়ি ঢালায় ডাকাতের গুলিতে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮ টায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম, জনি দে রাজ (২০), রামুর ঈদগড় ইউনিয়নের ৪ ওয়ার্ডের পূর্ব বাজারঘাট এলাকার তপন দের ছেলে। তিনি স্থানীয়ভাবে কণ্ঠশিল্পী নামে পরিচিত।

রামুর ঈদগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন বলেন, ঈদগাঁও থেকে ঈদগড় আসার পথে হিমছড়ির ঢালায় যাত্রীবাহী সিএনজি ডাকাতের কবলে পড়লে , ডাকাতের গুলিতে জনি নিহত হয়েছে। কয়েকজন আহত হলে ,আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর উল গিয়াস জানান, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।