বিজনেসটুডে২৪ প্রতিনিধি
লক্ষ্মীপুর: রামগতিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফুল দেওয়ার শেষে ফেরার পথে ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশালীন শ্লোগান’দেওয়ায় শনিবার আলেকজান্ডার বাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ভাংচুর করা হয়েছে ৩ টির বেশি মোটরসাইকেল। পুলিশ জানান,ঘটনাস্থল থেকে বিএনপির দুই জনকে আটক করা হয়। তারা হলেন রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম খন্দকার।
অপরদিকে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান জানান,শহীদ বেদিতে ফুলদিতে যাওয়ার পথে বিএনপির ও তার অঙ্গসংগণের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ হামলা করে। এসময় তাদের ৮ টি মোটর সাইকেল ভাংচুর ও উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও তছনছ করা হয়। ঘটনায় তাদের নেতাকর্মীদের মধ্যে আরো ৮ জন আহত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পদক জামাল উদ্দিন ও পৌর কমিশনার দিদারুল আম খন্দকারকে আটক করে পুলিশ । প্রতিবাদে ছাতদল ও যুবদলসহ বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
রামগতি থানার ওসি মো: আলমগীর জানান,উত্তপ্ত পরিস্থিতির নিয়ন্ত্রনের জন্য দুজনকে আটক করা হয়েছে। অশালীন শ্লোগানে তারা জড়িত কিনা তা দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।