Home সারাদেশ রামগতিতে আ’লীগ-বিএনপি সংঘর্ষ

রামগতিতে আ’লীগ-বিএনপি সংঘর্ষ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

লক্ষ্মীপুর: রামগতিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফুল দেওয়ার শেষে ফেরার পথে ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশালীন শ্লোগান’দেওয়ায় শনিবার আলেকজান্ডার বাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ভাংচুর করা হয়েছে ৩ টির বেশি মোটরসাইকেল। পুলিশ জানান,ঘটনাস্থল থেকে বিএনপির দুই জনকে আটক করা হয়। তারা হলেন রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম খন্দকার।

রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যপক আব্দুল ওয়াহেদ জানান,শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় রামগতিতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ফুল দেওয়ার শেষে ফেরার পথে আলেকজান্ডার এলাকায় বিএনপির লোকজন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে অশালীন শ্লোগান দেয়। এসময় স্থানীয় আওয়ামীগ তার প্রতিবাদ জানালে সংঘর্ষবাদে। এসময় রামগতি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন,ছাত্রলীগ নেতা সাদ্দাম,লিটন,আকবর হোসেন, আরিফ, মিরাজসহ ১২ জনকে রামগতি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

অপরদিকে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান জানান,শহীদ বেদিতে ফুলদিতে যাওয়ার পথে বিএনপির ও তার অঙ্গসংগণের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ হামলা করে। এসময় তাদের ৮ টি মোটর সাইকেল ভাংচুর ও উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও তছনছ করা হয়। ঘটনায় তাদের নেতাকর্মীদের মধ্যে আরো ৮ জন আহত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পদক জামাল উদ্দিন ও পৌর কমিশনার দিদারুল আম খন্দকারকে আটক করে পুলিশ । প্রতিবাদে ছাতদল ও যুবদলসহ বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

রামগতি থানার ওসি মো: আলমগীর জানান,উত্তপ্ত পরিস্থিতির নিয়ন্ত্রনের জন্য দুজনকে আটক করা হয়েছে। অশালীন শ্লোগানে তারা জড়িত কিনা তা দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।