বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: নগরীর শান্ত ও ছায়াময় এক প্রান্তে অবস্থিত চট্টগ্রাম ওয়ার সিমেট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক মর্মস্পর্শী স্মৃতি বুকে নিয়ে আছে। এই সমাধিক্ষেত্রে শায়িত আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ-পূর্ব এশিয়া ফ্রন্টে জীবন উৎসর্গ করা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত সাত শ’য়ের বেশি সৈনিক। তাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, ইন্ডিয়ান, আফ্রিকান এবং বার্মিজ সেনারাও।
১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত চলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এ সময়ে চট্টগ্রাম ছিল একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। জাপানের আগ্রাসনের আশঙ্কায় এখানে গড়ে তোলা হয় সামরিক হাসপাতাল ও লজিস্টিক সাপোর্ট সেন্টার। যুদ্ধকালীন সময়ে যারা আহত হয়ে পরবর্তীতে মারা যান তাদেরই অধিকাংশকে এখানে সমাহিত করা হয়েছে।
সমাধিক্ষেত্রটি পরিচালনা করে Commonwealth War Graves Commission (CWGC)। পুরো এলাকা impeccably maintained — ঘাস ছাঁটা, কবরের শিলাগুলো পরিষ্কার আর সমাধি-পথগুলো নিখুঁতভাবে সাজানো।
CWGC-এর স্থানীয় প্রতিনিধি জানান: “এই সমাধিক্ষেত্র কেবল মৃতদের স্মরণে নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাসের শিক্ষা দিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
প্রতিদিন দেশি-বিদেশি বহু পর্যটক এই ওয়ার সিমেট্রিতে আসেন। অনেক শিক্ষার্থী ও গবেষক ইতিহাস জানতে ও শ্রদ্ধা জানাতে এখানে আসেন। এটি এখন শুধুমাত্র একটি সমাধিক্ষেত্র নয়, বরং একটি জীবন্ত ইতিহাসের পাঠশালা।
চট্টগ্রাম ওয়ার সিমেট্রি মনে করিয়ে দেয় যুদ্ধ কেবল বিজয়-পরাজয়ের গল্প নয়, বরং প্রতিটি প্রাণের বলিদানের মর্মান্তিক অধ্যায়।