বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ আমলে সাংবাদিকতা ছিল এক বিপজ্জনক চর্চা। ন্যূনতম সত্য প্রকাশের চেষ্টা করলেই সাংবাদিকদের ওপর নেমে আসত নির্যাতনের খড়গ।
রোববার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, ‘প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি’—এই ছিল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের ধরন। এ ধরনের দমনপীড়নের মধ্যেও যারা কিছুটা সাংবাদিকতার চেষ্টা করতেন, তাদের ওপরও নেমে আসত রাষ্ট্রীয় নির্যাতন।
তিনি উল্লেখ করেন, “যেসব কারণে জুলাই অনিবার্য হয়ে উঠেছিল, তার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়াও ছিল অন্যতম।”
পোস্টটিতে আসিফ মাহমুদ তুলে ধরেন শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা পোস্টার সিরিজের কথা, যেগুলোতে ফুটে উঠেছে সাংবাদিকতা, লুটপাট এবং সংস্কৃতির স্বাধীনতা হরণের বিষয়টি। তিনি বলেন, শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৯ ও ১০ নম্বর পোস্টার এঁকেছেন গণমাধ্যমের স্বাধীনতাহীনতা ও চাটুকারিতাকে কেন্দ্র করে।
এই পোস্টারগুলো ডিজাইন করা হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে। উপদেষ্টা আরও জানান, শুরুতে দশটি পোস্টার প্রকাশের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে দর্শক অনুরোধের প্রেক্ষিতে এই সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার শাসনামলে ‘আমি আসছি মানুষকে দিতে’ ধরনের কথার আড়ালে ছিল সীমাহীন লুটপাট। এই লুটপাটের চিত্র ফুটে উঠেছে দেবাশিস চক্রবর্তীর আঁকা ৫ থেকে ৮ নম্বর পোস্টারে।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘জুলাই কেন অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই সময়ে কী ঘটেছিল, তা শিল্পীর পোস্টারগুলোতেই ধরা পড়েছে। সেগুলো ইতিহাসের নীরব সাক্ষী হয়ে থাকবে।’