Home বিনোদন উর্ফী জাভেদ স্বীকার করলেন প্রেম, দিল্লির শিল্পপতির সঙ্গে গোপন সম্পর্ক

উর্ফী জাভেদ স্বীকার করলেন প্রেম, দিল্লির শিল্পপতির সঙ্গে গোপন সম্পর্ক

বিনোদন ডেস্ক:  ফ্যাশন ও বিতর্কের কারণে সবসময় শিরোনামে থাকা ভারতীয় মডেল-অভিনেত্রী উর্ফী জাভেদ এবার নিজের প্রেমিকের কথা স্বীকার করে সবাইকে চমকে দিয়েছেন। দীর্ঘদিন গোপন রাখার পর এবার জানালেন, তিনি প্রেম করছেন দিল্লির এক ব্যবসায়ী ও শিল্পপতি ছেলের সঙ্গে, যিনি প্রায় ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা।

উর্ফীর দাবি, তার প্রেমিকের অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছিল, যা ছিল পরিবারের পছন্দের একটি অ্যারেঞ্জড ম্যারেজ। কিন্তু উর্ফীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার পরে প্রেমিক নিজের বিয়ে ভেঙে দেন। এই ঘটনা নিয়ে উর্ফী বললেন, “আমার সঙ্গে দেখা হওয়ার পর ওর বিয়ে ভেঙে যায়। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, বিয়ে করলে তবেই প্রেম করব, নয়তো নয়। আমার এই কথা ও মেনে নিয়েছে।”

উর্ফী আরও জানান, প্রেমিক প্রচারপছন্দ করেন না। তাই তারা গোপনে মেলামেশা করেন। “সে খুব লাজুক, সোশ্যাল মিডিয়ায় তাকে পাওয়া যাবে না। পাপারাৎজিরা দেখলে পালিয়ে যাবে,” বললেন উর্ফী। প্রতি সপ্তাহে দিল্লি যেয়ে প্রেমিকের সঙ্গে দেখা করেন তিনি।

দুইজনের মধ্যে যে অনেক পার্থক্য রয়েছে তা উর্ফী নিজেই মেনে নিয়েছেন। “আমার থেকে অনেক লম্বা, উচ্চতা প্রায় ৬ ফুট ৪ ইঞ্চি। অনেক কিছুতেই আমাদের অমিল আছে, কিন্তু ভালোবেসে সে সব মেনে নিয়েছে,” বললেন উর্ফী।

উর্ফী মূলত তার অভিনয় ও ফ্যাশনের জন্য পরিচিত হলেও তাঁর ব্যক্তিজীবন নিয়ে আগ্রহ সবসময় থেকেই আসছে। সম্প্রতি ফিলার করানোর সময় ঠোঁট ফুলে যাওয়ার ঘটনায় নেটিজেনদের অনেক ট্রোলের শিকার হয়েছেন তিনি। তবুও উর্ফীর সাহসী ও মুক্তমনা মনোভাবই সবচেয়ে বেশি নজর কাড়ে।

উর্ফী বলেন, “আমার জীবনও আমার মতোই স্পষ্ট ও নির্ভেজাল। প্রেমও আমার নিজের মতো। আমাদের সম্পর্ক অন্যদের মতো না হলেও আমার কাছে এটি অনেক গুরুত্বপূর্ণ।”

তবে উর্ফীর প্রেমিক যেহেতু প্রচার পছন্দ করেন না, তাই উর্ফী সোশ্যাল মিডিয়া থেকে তাকে দূরে রাখেন। এমনকি প্রেমিকের ছবি বা নাম কোথাও প্রকাশ পায় না। উর্ফী বলেন, “সে গোপনেই থাকতে চায়, তাই আমি সেটাই সম্মান করি।”

উর্ফীর এ বক্তব্য থেকে স্পষ্ট যে, তিনি জীবনের এই বিশেষ অধ্যায়টিকে গোপনীয়তার পর্দায় রেখে ব্যক্তিগত জায়গা বজায় রাখতে চান। প্রেমের এই নতুন অধ্যায় কতটা সফল হয়, তা সময়ই বলবে। তবে বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে, উর্ফী ও তাঁর প্রেমিক একে অপরের জন্য পুরোপুরি নিবেদিত।