বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় চিকিৎসার আশায় যাত্রা শুরু হলেও শেষমেশ মৃত্যুর যাত্রায় পরিণত হলো ময়নার পথ। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নতুন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে পড়ে ৪৫ বছরের এই নারী প্রাণ হারান।
নিহত ময়না সাতক্ষীরার মৌতলা গ্রামের বাসিন্দা, আরিফ মোল্লার স্ত্রী। পরিবারের সঙ্গে স্বামীর চিকিৎসার জন্য রওনা হয়েছিলেন খুলনার উদ্দেশে। কিন্তু হাসপাতালের বদলে গন্তব্য হয়ে দাঁড়ায় শীতল হাসপাতালের মর্গ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালটা ছিল একেবারে সাধারণ দিনের মতো। কিন্তু ডুমুরিয়ার নতুন রাস্তায় পৌঁছানোর পর হঠাৎই অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার মুহূর্তে চিৎকারে ভরে ওঠে চারপাশ। চালক তখনই পালিয়ে যায়, ফেলে রেখে যায় ভাঙা কাচ, আহত মানুষ আর নিথর হয়ে যাওয়া ময়নাকে।
অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মধ্যে তিনজন অলৌকিকভাবে বেঁচে গেলেও ময়না ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু চিকিৎসকের কণ্ঠে শোনা গেল শোকাবহ ঘোষণা—“তিনি আর নেই।”
খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহতের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গ্রামের মানুষ বলছেন, স্বামীর চিকিৎসার পথে এভাবে স্ত্রীর মৃত্যু মেনে নেওয়া যায় না। পরিবারের চোখে অশ্রু, বুক ভরা দীর্ঘশ্বাস—যেন জীবনের সব আশা নিমিষেই ভেসে গেল।










