Home সারাদেশ ‘প্রেমের টানে’ দুই ছাত্রের দ্বন্দ্বে উত্তাল জিকেপি ক্যাম্পাস, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা!

‘প্রেমের টানে’ দুই ছাত্রের দ্বন্দ্বে উত্তাল জিকেপি ক্যাম্পাস, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা!

ছবি: এ আই

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রেমের এক অদ্ভুত দ্বন্দ্বে রণক্ষেত্রে পরিণত হলো ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ জিকেপি কলেজ। এক ছাত্রীকে ঘিরে দুই শিক্ষার্থীর আকাঙ্ক্ষা এতটাই চরমে পৌঁছায় যে, ক্যাম্পাসে সৃষ্টি হয় তুমুল ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা ধরে চলা এই প্রলয়ংকরী উত্তেজনার পর অবশেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়।

এক প্রেম, দুই দাবিদার: যেভাবে শুরু অশান্তি
কলেজ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের এক সুন্দরী ছাত্রীকে নিয়ে। তাকে পছন্দ করতেন দ্বিতীয় বর্ষের এক তুখোড় শিক্ষার্থী। কিন্তু বাদ সাধে প্রথম বর্ষেরই আরেক তরুণ, সেও একই ছাত্রীর প্রতি আকৃষ্ট ছিল। এই ত্রিভুজ প্রেমের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দ্রুতই তিক্ততায় রূপ নেয়। সোমবার সকাল ১০টার দিকে কলেজ চত্বরে শুরু হয় বাগ্‌বিতণ্ডা। শুরুটা ছিল কেবল কথার লড়াই, কিন্তু তা খুব দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একে একে দুই বর্ষের শিক্ষার্থীরা একে অপরের মুখোমুখি অবস্থান নেয় এবং শুরু হয় ধুন্ধুমার ধাওয়া-পাল্টাধাওয়া।

ক্যাম্পাসে বহিরাগত অনুপ্রবেশ ও ভাঙচুর:
পরিস্থিতি এতটাই লাগামহীন হয়ে পড়ে যে, কলেজের সীমানাপ্রাচীরও রক্ষা করতে পারেনি। স্থানীয় এলাকার কিছু বাসিন্দা কলেজের টিনশেডের সীমানাপ্রাচীর ভেঙে বেপরোয়াভাবে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়। কলেজের শান্ত পরিবেশ মুহূর্তেই ভেঙে পড়ে চরম বিশৃঙ্খলায়। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে দিশেহারা কলেজ কর্তৃপক্ষ দ্রুত পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ ঝড়ের বেগে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সহিংসতা থামিয়ে দেয়।

কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী প্রত্যক্ষদর্শী হিসেবে জানান, “একজনকে দুজন ভালোবাসে। সকাল থেকে কলেজ চত্বরে দুজনের মধ্যে কে কার আগে ভালোবেসেছে এ নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে দুই বর্ষের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে দুই বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।”

অনিশ্চিত ভবিষ্যতের মুখে শিক্ষাকার্যক্রম:
উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে জিকেপি কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন জরুরি সভা ডাকেন। তিনি জানান, “পরিস্থিতি শান্ত রাখতে কলেজ পরিচালনা কমিটি জরুরি সভা করে অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে।”

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এক মেয়েকে দুজন পছন্দ করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

প্রেমের এক অদ্ভূত মোহে কলেজের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম আজ থমকে গেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের শৃঙ্খলা নিয়ে এই ঘটনা নতুন করে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে। কতদিনে এই অচলাবস্থা কাটবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।