Home কৃষি পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকারের বড় সিদ্ধান্ত

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকারের বড় সিদ্ধান্ত

দুদিনে ৩৪ হাজার ৫০০ টন আমদানির অনুমতি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: পেঁয়াজের লাগামহীন বাজার নিয়ন্ত্রণে আনতে এবার আমদানির পরিসর আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বিজয় দিবসকে সামনে রেখে ১৫ ও ১৬ ডিসেম্বর—এই দুই দিনে মোট ৩৪ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্তে যা থাকছে
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী দুই দিনে প্রতিদিন ৫৭৫টি করে আইপি ইস্যু করা হবে। প্রতিটি আইপির বিপরীতে একজন আমদানিকারক সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। সে হিসেবে দুই দিনে মোট ১,১৫০টি আইপির বিপরীতে ৩৪ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির সুযোগ তৈরি হবে।

তবে আবেদনের ক্ষেত্রে শর্ত আগের মতোই থাকছে। অর্থাৎ গত ১ আগস্ট থেকে যেসব আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতির জন্য আবেদন করেছেন, কেবল তারাই এই দুই দিনে পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক একবারের বেশি আবেদন করতে পারবেন না।

আমদানির প্রেক্ষাপট ও বাজার পরিস্থিতি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং সূত্রে জানা গেছে, গত আট দিনে ভারত থেকে মোট ১৯ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। এর আগে ৭ ডিসেম্বর প্রতিদিন ৫০টি আইপির বিপরীতে দেড় হাজার টন আমদানির অনুমতি দেওয়া হয়। কিন্তু তাতেও বাজারে দেশি পেঁয়াজের দামে তেমন প্রভাব পড়েনি। ফলে বাধ্য হয়ে দৈনিক আমদানির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

টিসিবি-এর তথ্য অনুযায়ী, রোববার ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ১৪০ টাকা কেজি দরে। অথচ গত বছর (২০২৪) এই সময়ে দেশি পেঁয়াজের দাম ছিল ৯০ থেকে ১২৫ টাকার মধ্যে। ৭ ডিসেম্বর থেকে স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসা শুরু হলেও খুচরা বাজারে এর প্রভাব এখনো দৃশ্যমান নয়।

সরকার আশা করছে, নতুন করে এই বিপুল পরিমাণ আমদানির অনুমতি দেওয়ার ফলে বাজারে সরবরাহ বাড়বে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পেঁয়াজের দাম ফিরে আসবে।

আপনার মতামত জানান:
সরকারের এই বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির সিদ্ধান্তে কি আসলেই বাজারের দাম কমবে, নাকি সিন্ডিকেটের কারসাজিই বহাল থাকবে? আপনার ধাৰণা কমেন্টে জানান।