বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। পারিবারিক কারণ দেখিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তার এই অপ্রত্যাশিত ঘোষণায় উপস্থিত সংবাদকর্মী ও অনুসারীরা হতবাক হয়ে যান।
মাসুদুজ্জামান তার বক্তব্যে বলেন, “পারিবারিক কারণে এবং নিরাপত্তাসহ একাধিক কারণে আমি এই নির্বাচন থেকে সরে যাচ্ছি। সব কথা হয়তো এখানে বলা যাবে না, কিন্তু আমি বাধ্য হয়েছি।” তিনি তার নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেন যে, এই আসনে যিনিই নির্বাচন করবেন, তার প্রতি তার সমর্থন থাকবে।
সাংবাদিকরা তার এই আকস্মিক সিদ্ধান্তের পেছনের সুনির্দিষ্ট কারণ জানতে চাইলে তিনি কৌশলী উত্তর দেন। তিনি বলেন, “আমি জানি, আমার এ সিদ্ধান্তে নেতাকর্মীরা সবাই কষ্ট পাবে। কিন্তু আমার সিকিউরিটি কনসার্ন হচ্ছে আমার পরিবার। আমার পরিবারের সাথে এই জায়গায় নেগোসিয়েশন করতে পারছি না।” তিনি স্পষ্ট করে জানান যে, সরকার নিরাপত্তা দিতে পারছে না এমনটি নয়, বা দল থেকে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হচ্ছে এমনও নয়। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
মাসুদুজ্জামান আরও যোগ করেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ থেকে আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেটা ধরে রাখতে পারলাম না। আমার অনেকটা তীরে এসে তরী ডোবানোর মতো অবস্থা। এর জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমাপ্রার্থী।” তবে তিনি আশ্বস্ত করেন যে, সংসদ সদস্য না হয়েও তিনি অন্য যেকোনো উপায়ে সমাজ ও মানুষের জন্য কাজ করে যাবেন। নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন যে, সংসদ সদস্য না হয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়, এবং তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বিএনপিতে যোগ দিয়েছিলেন মডেল ডি ক্যাপিটাল গ্রুপের মালিক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। বিএনপিপন্থী হিসেবে পরিচিত এই ব্যক্তি, অল্পদিনের মধ্যেই বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু ভোটের লড়াই শুরু হওয়ার আগেই তার এই ‘পিছু হটা’ রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
ঐতিহাসিকভাবে নারায়ণগঞ্জের এই আসনে ওসমান পরিবারের আধিপত্য দেখা যায়, যেখানে শামীম ওসমানের ভাই নাসিম ওসমান একাধিকবার নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ছিলেন। এই প্রেক্ষাপটে মাসুদুজ্জামানের মতো একজন নতুন মুখের হঠাৎ আগমন এবং তারও চেয়ে আকস্মিক প্রস্থান, এই আসনের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে।










