Home বিনোদন সোনাক্ষী-জাহিরের ‘বাড়ি না কি স্টুডিও!’ 

সোনাক্ষী-জাহিরের ‘বাড়ি না কি স্টুডিও!’ 

 

রাজকীয় অন্দরমহল দেখে চোখ কপালে ফারাহ খানের

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে এবার তাঁদের ঘর-সংসার দেখে রীতিমতো ভিরমি খেলেন খোদ বলিউড পরিচালক ফারাহ খান। বাড়ির বিশাল আয়তন আর অদ্ভুত সব আসবাব দেখে ফারাহর প্রশ্ন— “এটা কি বাড়ি না কি মেহবুব স্টুডিও?”

স্টুডিওর মতো বিশাল সদর দরজা

সম্প্রতি নিজের ব্যক্তিগত রন্ধনশিল্পী দিলীপকে সঙ্গে নিয়ে সোনাক্ষী-জাহিরের আস্তানায় হাজির হয়েছিলেন ফারাহ খান। বাড়ির সদর দরজায় পা রাখতেই অবাক হন তাঁরা। বিশাল আকৃতির দরজা দেখে দিলীপ মন্তব্য করেন, “এত বড় দরজা কেন? মনে হচ্ছে কোনো শুটিং স্টুডিওতে ঢুকছি।” ফারাহও সহমত পোষণ করে বলেন, দরজার আয়তন সত্যিই চোখ ধাঁধানো।

‘নিউ ইয়র্ক’ বনাম শান্ত অন্দরসজ্জা

বাড়ির ভেতরে ঢুকে ফারাহ দেখেন, পুরো বাড়িটি দুটি ভিন্ন থিমে সাজানো।

জাহিরের অংশ: এই দিকটি বেশ রঙিন। নীল ও হলুদ রঙের সোফা আর লাল রঙের ফ্রিজ দিয়ে সাজানো জাহিরের প্রিয় এই অংশটিকে তাঁরা ডাকেন ‘নিউ ইয়র্ক’ নামে।

সোনাক্ষীর অংশ: অভিনেত্রীর নিজের অংশটি সাজানো হয়েছে খুব শান্ত ও মার্জিত রঙে। সাদা আর ঘিয়ে রঙের মিশেলে এক স্নিগ্ধ আভিজাত্য ফুটে উঠেছে এই দিকে।

জাহির না কি সোনু সুদ?

বাড়ির একটি দেয়ালে তারকাদম্পতির একটি হাতে আঁকা ছবি দেখে ফারাহ মজার ছলে সোনাক্ষীকে খোঁচা দিয়ে বসেন। নেপালের এক বন্ধুর আঁকা ওই ছবিতে জাহিরকে দেখে ফারাহর মনে হয়েছে তিনি সোনু সুদ! হাসতে হাসতে ফারাহ প্রশ্ন করেন, “সোনাক্ষী এখানে সোনু সুদের সাথে কেন দাঁড়িয়ে?” সোনাক্ষীও দ্রুত ভুল ভাঙিয়ে জানান, এটি তাঁর স্বামী জাহিরই।

হাওয়ায় ভাসা টিভি ও শৌখিন বার

বাড়ির বসার ঘরে রয়েছে একটি ‘ফ্লোটিং টিভি’, যা দেখে মনে হয় সেটি যেন শূন্যে ভেসে আছে। এছাড়াও বাড়িতে রয়েছে একটি ছিমছাম বার এবং তাঁদের ভ্রমণের নানা স্মৃতি দিয়ে সাজানো একটি বিশেষ দেয়াল।

ফারাহর রসিকতা আর খোঁচা দেওয়া প্রশ্নের মুখে সোনাক্ষীও কম যাননি। হাসতে হাসতে অভিনেত্রী উত্তর দেন, “হ্যাঁ, আমরা শুটিংয়ের জন্য বাড়ি ভাড়া দেওয়ার বুকিং নিচ্ছি!” বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গেলে যে রীতিমতো দৌড়াতে হবে, ফারাহর এমন মন্তব্যে হাসির রোল ওঠে আড্ডায়।

এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com