Home Second Lead জাতীয় কবির পাশে চিরনিদ্রায় হাদি

জাতীয় কবির পাশে চিরনিদ্রায় হাদি

ছবি সংগৃহীত
প্রধান উপদেষ্টার আবেগঘন বিদায় ও লাখো জনতার অশ্রু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: একটি রক্তাক্ত বিপ্লবের কণ্ঠস্বর আজ চিরতরে স্তব্ধ হয়ে গেল। জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। বিদ্রোহী কবির পাশেই ঠাঁই হলো এই সময়ের এক অকুতোভয় বিদ্রোহীর।

“তুমি আমাদের বুকেই থাকবে”: প্রধান উপদেষ্টার শোকগাথা

জানাজার আগে এক আবেগঘন বক্তৃতায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদির রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করেন। তিনি বলেন: “ওসমান হাদি শুধু একজন যোদ্ধাই ছিলেন না, তিনি একটি আধুনিক নির্বাচনী প্রক্রিয়ার রূপরেখা দিয়ে গেছেন। কীভাবে প্রচারণা চালাতে হয়, কীভাবে মানুষের কাছে পৌঁছাতে হয়—তার সেই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি; তুমি আমাদের বুকের ভেতরে আছ। বাংলাদেশ যতদিন আছে, ততদিন তুমি প্রতিটি বাংলাদেশির হৃদয়ে বেঁচে থাকবে।”

ড. ইউনূস আরও বলেন, “আমরা হাদির কাছে ওয়াদা করে এসেছি, সে যে স্বপ্ন দেখেছে তা আমরা পুরুষানুক্রমে পূরণ করব। আজ এই জনসমুদ্রই প্রমাণ করে হাদি মানুষের মনে কতটা গভীর জায়গা করে নিয়েছিলেন।”

অন্তিম যাত্রা: বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রা

সংসদ ভবন থেকে হাদির মরদেহ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনা হয়, তখন হাজারো শিক্ষার্থী ও জনতা স্লোগানে স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন। বিকেল সাড়ে ৩টায় জাতীয় কবির সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। উপস্থিত জনতা অশ্রুসজল চোখে তাদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানান।

শরিফ ওসমান হাদি চলে গেলেও তার রেখে যাওয়া ‘বিপ্লবী চেতনা’ এবং নির্বাচনী সংস্কারের দর্শন আগামীর বাংলাদেশের পাথেয় হয়ে থাকবে—জানাজায় আসা সাধারণ মানুষের চোখেমুখে ছিল এই একই অঙ্গীকার।