Home জাতীয় সুদানে শহীদ ৬ শান্তিরক্ষীর মরদেহ পৌঁছেছে

সুদানে শহীদ ৬ শান্তিরক্ষীর মরদেহ পৌঁছেছে

শাহজালাল বিমানবন্দরে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে শ্রদ্ধা জানানো হয়। ছবি- সংগৃহীত
রবিবার সেনানিবাসে জানাজা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালীন ড্রোন হামলায় শহীদ হওয়া ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে মরদেহের কফিনবাহী এমিরেটসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে বীর শহীদদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের প্রতি সম্মানসূচক স্যালুট জানানো হয়।

মরদেহ গ্রহণকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, ইউনিসেফ মিশনের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরে উপস্থিত সকলের মধ্যে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা বর্বরোচিত ড্রোন হামলা চালায়। এই হামলায় কর্তব্যরত অবস্থায় ছয়জন বাংলাদেশি সেনাসদস্য শহীদ হন এবং ৯ জন আহত হন।

আহতদের সংবাদ: আহতদের মধ্যে ৮ জন কেনিয়ার নাইরোবিতে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন বলে নিশ্চিত করেছে আইএসপিআর।

শহীদ শান্তিরক্ষীদের শেষ বিদায়ের প্রস্তুতি সম্পর্কে আইএসপিআর জানায়:

কেন্দ্রীয় জানাজা: আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের জানাজা অনুষ্ঠিত হবে।

শেষ বিদায়: জানাজা শেষে বিশেষ হেলিকপ্টার যোগে মরদেহগুলো তাদের নিজ নিজ স্থায়ী ঠিকানায় পাঠানো হবে। সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় তাদের দাফন সম্পন্ন করা হবে।

বিশ্বশান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী এই বীর সন্তানদের অকাল প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। যথাযথ সম্মানের সাথে তাদের শেষ বিদায় জানাতে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।