বিনিয়োগকারীদের সব অধিকার বাতিলের নির্দেশ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকাঃ পুঁজিবাজারে বড় ধরনের ধাক্কা দিয়ে একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারের মূল্য ‘শূন্য’ (Zero) করার চূড়ান্ত নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ ২০২৫’-এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এসব ব্যাংকের বর্তমান উদ্যোক্তা ও সাধারণ শেয়ারহোল্ডাররা তাদের বিনিয়োগ করা শেয়ারের ওপর সব ধরনের মালিকানা ও আর্থিক অধিকার হারালেন।
ক্ষতিগ্রস্ত ৫ব্যাংক হলো: ১. গ্লোবাল ইসলামী ব্যাংক ২. ইউনিয়ন ব্যাংক ৩. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৪. সোশ্যাল ইসলামী ব্যাংক ৫. এক্সিম ব্যাংক
কেন এই কঠোর সিদ্ধান্ত? কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলোর নিট সম্পদমূল্য অস্বাভাবিক হারে ঋণাত্মক হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক কনসালটিং ফার্মের মূল্যায়নে দেখা গেছে, ব্যাংকগুলোর প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদমূল্য ৩৫০ টাকা থেকে ৪২০ টাকা পর্যন্ত ঋণাত্মক। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের পুঁজি নেগেটিভ হয়ে গেলে তার দায়ভার শেয়ারহোল্ডারদের বহন করতে হয়। সে অনুযায়ীই এসব ব্যাংকের পরিশোধিত মূলধন শূন্য ঘোষণা করতে ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়েছে।
মালিকানা হারালেন যারা: এই নির্দেশনার ফলে এস আলম গ্রুপ, নাসা গ্রুপসহ বড় বড় করপোরেট উদ্যোক্তারা আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোর ওপর তাদের সব কর্তৃত্ব হারালেন। তবে এই সিদ্ধান্তের ফলে পুঁজিবাজারের কয়েক হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়লেন।
বাংলাদেশ ব্যাংকের বক্তব্য: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, “ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ ২০২৫-এর অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকগুলোর আর্থিক অবস্থা এতটাই নাজুক যে, শেয়ারহোল্ডারদের বিনিয়োগ সুরক্ষার আর কোনো সুযোগ আপাতত নেই।” তবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতির বিষয়টি সরকার পরবর্তীতে বিবেচনা করতে পারে বলে কিছু সূত্র জানিয়েছে।
গ্রাহকদের আমানতের কী হবে? আমানতকারীদের অভয় দিয়ে জানানো হয়েছে যে, এই সিদ্ধান্ত মূলত শেয়ারহোল্ডারদের জন্য। আমানতকারীদের টাকা সুরক্ষার জন্য এই ব্যাংকগুলোকে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে। তবে আজ মঙ্গলবারও মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে, যেখানে তারা দ্রুত টাকা ফেরত দেওয়ার দাবি জানান।
#শেয়ারবাজার #ব্যাংকিংনিউজ #বাংলাদেশব্যাংক #ইসলামিব্যাংক #বিনিয়োগ #শেয়ারমূল্য #অর্থনীতি #বিজনেসটুডে২৪










