যুগপৎ আন্দোলনে ভাঙন
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ফ্যাসিবাদবিরোধী দীর্ঘদিনের রাজপথের মিত্র বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এখন থেকে এককভাবে রাজনীতি ও নির্বাচনী মাঠে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর ফলে দীর্ঘদিনের ‘যুগপৎ আন্দোলনে’ বড় ধরনের ফাটল ধরল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমদ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এলডিপি তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যেতে চায়। আন্দোলনের লক্ষ্য ও আদর্শগত কিছু বিষয়ে মতপার্থক্যের ইঙ্গিত দিয়ে তিনি জানান, এলডিপি এখন থেকে কোনো জোটের অধীনে নয়, বরং একক শক্তি হিসেবে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করবে এবং আগামী নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে অলি আহমদের পাশে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল এবং অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা। তারা দলের এই নতুন সিদ্ধান্তকে স্বাগত জানান।
এদিকে এলডিপিতে এই বড় সিদ্ধান্তের মাঝেই নাটকীয় মোড় নিয়েছে দলটির অভ্যন্তরীণ রাজনীতি। দীর্ঘদিনের সহযোদ্ধা ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ সকালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
জানা গেছে, আসন্ন নির্বাচনে তিনি কুমিল্লা-৭ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মহাসচিবের এই দলত্যাগ এবং বিএনপিতে যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই অলি আহমদ জোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।
বিগত কয়েক বছর ধরে বিএনপি ও এলডিপি কাঁধে কাঁধ মিলিয়ে সরকারবিরোধী আন্দোলন করে আসছিল। তবে মহাসচিবের বিএনপিতে যোগদান এবং অলি আহমদের একক পথ চলার ঘোষণায় বিরোধী শিবিরের ঐক্য এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়ল।










