Home Third Lead প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ ও কৃতজ্ঞতা প্রকাশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিমানবন্দরে নামার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে দেওয়া নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং প্রধান উপদেষ্টার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। কথোপকথনের একপর্যায়ে তিনি ড. ইউনূসের শারীরিক অবস্থারও খোঁজখবর নেন।

তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়: “আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। আমি আপনার প্রতি কৃতজ্ঞ।”

বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করল। বিশেষ করে সরকারের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তা এবং তারেক রহমানের পক্ষ থেকে দেখানো এই রাজনৈতিক সৌজন্যবোধ দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিচ্ছে।

 ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আজ তিনি দেশে ফিরলেন।