Home First Lead মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কবলে পড়ে দুই যাত্রীবাহী লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২০ জন।

আহতদের মধ্যে আটজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। হতাহতদের সবাই এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে চাঁদপুরের হরিণা সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরিশাল অভিমুখে যাচ্ছিল ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চটি। অন্যদিকে, ভোলার চরফ্যাশনের ঘোষেরহাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে আসছিল ‘এমভি জাকির সম্রাট-৩’।

হরিণা এলাকায় নদী ঘন কুয়াশায় ঢাকা থাকায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সরাসরি জাকির সম্রাট-৩ লঞ্চের মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের ফলে জাকির সম্রাট-৩ লঞ্চের দ্বিতীয় তলার একটি বড় অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান। গভীর রাতে হঠাৎ এই সংঘর্ষে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের দ্রুত উদ্ধার করে ক্ষতিগ্রস্ত লঞ্চটিতে করেই চাঁদপুর ঘাটে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

চাঁদপুর পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় এই সংঘর্ষ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি; পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত লঞ্চ দুটি ও যাত্রীদের নিরাপত্তায় নৌ-পুলিশ কাজ করছে।