Home First Lead জনসমুদ্রে রূপ নিল গুলশান-চন্দ্রিমা উদ্যান

জনসমুদ্রে রূপ নিল গুলশান-চন্দ্রিমা উদ্যান

সংগৃহীত ছবি

রাজপথে মানুষের ঢল, থমকে গেছে চাকা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর আজ প্রথমবার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে এক নজর দেখতে রাজধানীর গুলশান থেকে শেরেবাংলা নগর পর্যন্ত রাস্তার দু’পাশে ঢল নেমেছে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের।

শুক্রবার বাদ জুমা দুপুর ২টা ৫৩ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। কোনো বিলাসবহুল গাড়ি নয়, বরং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত সেই পরিচিত লাল-সবুজ বাসে চড়ে তিনি রওনা দেন। তার সাথে রয়েছেন পরিবারের সদস্যরা।

গুলশান থেকে বের হওয়ার পর থেকেই দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য। প্রিয় নেতাকে এক নজর দেখতে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানান হাজারো মানুষ। ভিড়ের তীব্রতার কারণে তাকে বহনকারী বাসটি অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। নেতাকর্মীদের গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

তারেক রহমানের সফরকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চন্দ্রিমা উদ্যান ও এর আশপাশে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব ও বিজিবি। চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরাও পুরো যাত্রাপথ তদারকি করছেন।

বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে দেশে ফেরেন তারেক রহমান।