নোমানপুত্রে ভরসা, ফিরলেন আসলাম চৌধুরী
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনেছে বিএনপি। দলীয় কৌশল ও সাংগঠনিক বাস্তবতা বিবেচনা করে চট্টগ্রামের তিনটি গুরুত্বপূর্ণ আসনে (চট্টগ্রাম-৪, ১০ ও ১১) চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। এতে যেমন উঠে এসেছে নতুন মুখ, তেমনি পুনর্বহাল করা হয়েছে হেভিওয়েট নেতাদের।
চট্টগ্রাম-১০ আসনে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাঈদ আল নোমান তুর্য। তিনি সদ্যপ্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে ।
দলীয় সূত্রে জানা গেছে, এই আসনটি প্রাথমিকভাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী তার ছেলে ইস্রাফিল খসরুর জন্য চেয়েছিলেন। তবে তুর্য দীর্ঘ সময় ধরে এলাকায় সক্রিয় জনসংযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসায় হাইকমান্ড তাকেই বেছে নিয়েছে। তৃণমূলের জনপ্রিয়তা ও প্রয়াত নেতার উত্তরাধিকার হিসেবে তার মনোনয়নকে ইতিবাচক হিসেবে দেখছেন কর্মীরা।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে কোনো পরিবর্তন ছাড়াই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে।
১৯৯১ সালের উপনির্বাচনসহ ১৯৯৬ ও ২০০১ সালে তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সবচেয়ে বেশি নাটকীয়তা দেখা গেছে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে। এখানে দলের চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।
এর আগে ৩ নভেম্বর এই আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হয়েছিল। ওই সিদ্ধান্তের প্রতিবাদে আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সেই সময় বিশৃঙ্খলার দায়ে কয়েকজন নেতা বহিষ্কৃতও হন। শেষ পর্যন্ত দলের উচ্চ পর্যায় থেকে আসলাম চৌধুরীকেই চূড়ান্ত করা হয়। ভাটিয়ারীতে নিজ বাসভবনে আয়োজিত এক সভায় তিনি দলীয় মনোনয়নের চিঠি গ্রহণ করেন এবং নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিএনপির নীতি-নির্ধারকদের মতে, এই তিন আসনে প্রার্থী পুনর্বিন্যাসের ফলে চট্টগ্রামে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে। বিশেষ করে ১০ ও ১১ নম্বর আসনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করায় অভ্যন্তরীণ কোন্দল মিটে নির্বাচনী প্রচারণায় নতুন গতি আসবে বলে ধারণা করা হচ্ছে।










