Home জাতীয় খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল, পার করছেন সংকটময় মুহূর্ত: ডা. জাহিদ

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল, পার করছেন সংকটময় মুহূর্ত: ডা. জাহিদ

ছবি : সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে এক অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।

খালেদা জিয়ার শারীরিক উন্নতির বিষয়ে জানতে চাইলে ডা. জাহিদ হোসেন বলেন, “ওনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে—একথা বলা যাবে না। ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।” তিনি আরও উল্লেখ করেন যে, গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটে।

বর্তমানে দেশি-বিদেশি চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন। এই চিকিৎসক দলে  তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও সার্বক্ষণিক যুক্ত রয়েছেন বলে জানান তিনি।

এদিকে, গত বৃহস্পতিবার দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরেই হাসপাতালে মাকে দেখতে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দিনভর রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার পর আবারও রাত পৌনে ১০টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে দুই ঘণ্টারও বেশি সময় অবস্থান করে মায়ের শয্যাপাশে থাকেন এবং চিকিৎসকদের কাছ থেকে সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন। রাত ১১টা ৫৮ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করেন।