Home বিনোদন বিয়ে না দিলে নামবেন না! ১২ হাজার ভোল্টের পোলে চড়ে ৪৫ বছরের...

বিয়ে না দিলে নামবেন না! ১২ হাজার ভোল্টের পোলে চড়ে ৪৫ বছরের ব্যক্তির কাণ্ড

বিজনেসটুডে২৪ ডেস্ক: পাকিস্তানের সিন্ধু প্রদেশের ভিট শাহ (Bhit Shah) এলাকায় এক নাটকীয় ও রুদ্ধশ্বাস ঘটনার সাক্ষী হলো স্থানীয় বাসিন্দারা। পছন্দের নারীকে বিয়ে করার দাবিতে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি ১২,০০০ ভোল্টের একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের পোলে উঠে দীর্ঘ সময় অবস্থান করেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনেই এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

ঘটনার প্রেক্ষাপট

স্থানীয় সূত্র জানায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে তার পছন্দের এক নারীকে বিয়ে করার জন্য পরিবারের কাছে দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু পরিবার তার এই দাবিতে সম্মতি না দেওয়ায় তিনি চরম পথ বেছে নেন। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তিনি জনসমক্ষে দৌড়ে গিয়ে ১২,০০০ ভোল্টের বিদ্যুৎ পোলে উঠে পড়েন এবং আত্মহত্যার হুমকি দিতে থাকেন।

বিদ্যুৎ বিপর্যয় ও জনভোগান্তি

ঘটনাটি জানাজানি হওয়ার সাথে সাথেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড় ধরনের প্রাণহানি বা বিস্ফোরণ এড়াতে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ দ্রুত ওই ফিডারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে:

ভিট শাহ এবং আশেপাশের এলাকায় প্রায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।শীতকালীন সন্ধ্যায় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন। পোলটির নিচে কয়েকশ উৎসুক জনতার ভিড় জমে যায়, যা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়।

খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা সমঝোতা প্রচেষ্টার পর, পুলিশ ও স্থানীয় কাউন্সিলর তাকে বিয়ের দাবি পূরণের আশ্বাস দিলে তিনি নিচে নামতে রাজি হন।

পুলিশের ভাষ্য: স্থানীয় থানার একজন কর্মকর্তা জানান, “ব্যক্তিটি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। আমরা তাকে বুঝিয়ে নিচে নামাতে সক্ষম হয়েছি। তবে এই ধরনের বিপজ্জনক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার কারণে তাকে বর্তমানে হেফাজতে রাখা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ কেউ বিষয়টিকে নিছক ‘পাগলামি’ বলে আখ্যা দিলেও, অনেকে বিদ্যুৎ কর্মীদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তবে জননিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ ধরনের স্পর্শকাতর স্থাপনায় জনসাধারণের প্রবেশ ঠেকাতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন।