Home Second Lead ত্রয়োদশ সংসদ নির্বাচনের রণকৌশল দিতে আজ ময়মনসিংহে তারেক রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রণকৌশল দিতে আজ ময়মনসিংহে তারেক রহমান

তারেক রহমান
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ময়মনসিংহ:দীর্ঘ ২২ বছর পর আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে ময়মনসিংহ বিভাগজুড়ে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আজ দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
জনসভার প্রস্তুতি: সমাবেশ সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় বিএনপি। মাঠের মাঝখানে নির্মাণ করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের বিশাল মঞ্চ। জনসমাগম বেশি হওয়ার আশঙ্কায় মাঠের বাইরেও বিভিন্ন পয়েন্টে বড় এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে।
নেতাকর্মীদের প্রত্যাশা, এটি হবে ময়মনসিংহের ইতিহাসে স্মরণকালের বৃহত্তম জনসমাবেশ। সমাবেশস্থলে নারীদের জন্য রাখা হয়েছে আলাদা বসার ব্যবস্থা এবং আগতদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
রাজনৈতিক গুরুত্ব ও নির্বাচনি নির্দেশনা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সমাবেশ থেকে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন এবং তাঁদের পক্ষে ভোট চাইবেন। একই সাথে তিনি দলের নেতাকর্মীদের আগামীর পথচলা ও দলীয় কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করবেন।
নেতৃবৃন্দের বক্তব্য: জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।
সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, “দীর্ঘ ২১-২২ বছর পর প্রিয় নেতার আগমনে ময়মনসিংহবাসী উচ্ছ্বসিত। সমাবেশস্থল ছাড়িয়ে পুরো শহরই আজ জনসমুদ্রে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি।”
নিরাপত্তা ব্যবস্থা: জনসভা ঘিরে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ময়মনসিংহের এই জনসভা শেষ করে তারেক রহমান বিকেলে গাজীপুর রাজবাড়ী মাঠ এবং সন্ধ্যায় উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে পৃথক দুটি নির্বাচনি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।