বিজনেসটুডে২৪ ডেস্ক
ব্যাপক রদবদল করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে।
রবিবার জারি করা এক প্রজ্ঞাপনে ২৮ জন কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলি করা হয়। অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম যোগদানের পর থেকে এটাই প্রথম রদবদল।
মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত জনস্বার্থে জারিকৃত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির সময় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। ২৮শে জুলাই বেলা ১২টার মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা পদায়িত কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করবেন।
জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতালের ভুয়া করোনা সনদ নিয়ে নানা অভিযোগ ওঠার পরেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিতর্ক শুরু হয়।
নানা সমালোচনার মুখে গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।
তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর ২৩ জুলাই নতুন ডিজি হিসেবে নিয়োগ পান আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার নতুন পরিচালক আমিনুল হাসানকে ওএসডি করে তার জায়গায় ডা. ফরিদ হোসেন মিয়াকে নিয়োগ দিয়েছে সরকার।










