এমজি’র হাত ধরে শুরু হলো হাইব্রিড যুগের নতুন অধ্যায়
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের অটোমোবাইল বাজারে পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী পরিবহনের নতুন দিগন্ত উন্মোচন করল জনপ্রিয় ব্র্যান্ড এমজি।
আজ শনিবার রাজধানীর এক জমকালো অনুষ্ঠানে এমজি বাংলাদেশ তাদের বহুল প্রতীক্ষিত ‘এইচএস হাইব্রিড প্লাস’ এবং ‘এইচএস সুপার হাইব্রিড (PHEV)’ মডেল দুটি উন্মোচন করেছে। আধুনিক প্রযুক্তি আর আভিজাত্যের সমন্বয় ঘটিয়ে এই গাড়িগুলোর দাম শুরু হয়েছে ৪৯ লাখ টাকা থেকে।
সাশ্রয় ও শক্তির দারুণ সমন্বয়: এমজি এইচএস হাইব্রিড প্লাস মডেলটি তাদের জন্য যারা পারফরম্যান্স এবং সাশ্রয় দুটোই চান। ২২১.৩ বিএইচপি শক্তির এই গাড়িটি প্রতি লিটার জ্বালানিতে প্রায় ২৩.৮ কিলোমিটার পথ চলতে সক্ষম। জ্যামের শহরে বা হাইওয়ের দীর্ঘ পথে এটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ ও পেট্রোল মোড পরিবর্তন করে সর্বোচ্চ কর্মদক্ষতা নিশ্চিত করে।
প্লাগ-ইন হাইব্রিড: তেলের খরচ ছাড়াই ১২০ কিমি যারা প্রতিদিনের যাতায়াতে তেলের খরচ শূন্যে নামিয়ে আনতে চান, তাদের জন্য এমজি এনেছে ৫৯ লাখ টাকার ‘এইচএস সুপার হাইব্রিড’। এর ২৪.৭ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি দিয়ে শুধু ইলেকট্রিক মোডেই পাড়ি দেওয়া যাবে ১২০ কিলোমিটারের বেশি পথ। এমনকি দূরপাল্লার ভ্রমণে ব্যাটারি ও জ্বালানি মিলিয়ে ১০০০ কিলোমিটারের বেশি রেঞ্জ পাওয়া যাবে।
বিশেষ উপহার হিসেবে ক্রেতারা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে একটি ৭.৪ কিলোওয়াট হোম চার্জিং স্টেশন।
ডিজাইন ও সুরক্ষা গাড়ির ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে দুটি ১২.৩ ইঞ্চির বিশাল স্ক্রিন এবং প্রিমিয়াম ইন্টেরিয়র। লম্বা হুইলবেসের কারণে ভেতরে যেমন পর্যাপ্ত জায়গা আছে, তেমনি বাংলাদেশের রাস্তার কথা মাথায় রেখে রাখা হয়েছে ১৭৬ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। নিরাপত্তার জন্য রয়েছে সাতটি এয়ারব্যাগ এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS Level-2)।
উদ্বোধনী অনুষ্ঠানে এমজি বাংলাদেশের সিইও হোসেন মাশনুর চৌধুরী বলেন, “এটি কেবল গাড়ি বিক্রি নয়, বরং বাংলাদেশের টেকসই পরিবহন ব্যবস্থা গড়ার পথে আমাদের একটি বড় অঙ্গীকার।” নির্বাহী পরিচালক মুহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া আশাবাদ ব্যক্ত করেন যে, আধুনিক গ্রাহকদের প্রত্যাশা পূরণে এই সি-সেগমেন্ট এসইউভিগুলো নতুন মানদণ্ড তৈরি করবে।
সব মিলিয়ে, স্টাইলিশ লুক আর সাশ্রয়ী প্রযুক্তির এই গাড়ি দুটি দেশের হাইব্রিড গাড়ির বাজারে বড় ধরনের প্রতিযোগিতার আভাস দিচ্ছে।










