আজহার মুনিম শাফিন, লন্ডন: আগামী বৃহস্পতিবার খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা ক্রিসমাস। আর এই উৎসবকে কেন্দ্র করে পুরো লন্ডন এখন যেন এক মায়াবী নগরীতে পরিণত হয়েছে। কয়েক সপ্তাহ আগে থেকেই শুরু হওয়া প্রস্তুতির জোয়ার এখন শেষ মুহূর্তে এসে এক ভিন্ন মাত্রা পেয়েছে। সেন্ট্রাল লন্ডন থেকে শুরু করে শহরতলীর প্রতিটি অলিগলিতে এখন উৎসবের আমেজ, চারদিকে সাজ সাজ রব।
আলোকসজ্জায় ঝলমলে রাজপথ
লন্ডনের চিরচেনা ব্যস্ত রাজপথ অক্সফোর্ড স্ট্রিট, রিজেন্ট স্ট্রিট এবং বন্ড স্ট্রিট এখন বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত। বিশেষ করে রিজেন্ট স্ট্রিটের সেই বিশাল ‘স্পিরিট অফ ক্রিসমাস’ বা ভাসমান ফেরেশতার আদলে তৈরি আলোকসজ্জা দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। বড় বড় শপিং মলগুলোর উইন্ডো ডিসপ্লেতে ফুটে উঠেছে যিশুর জন্মের গল্প থেকে শুরু করে তুষারাবৃত স্যান্টা ক্লজের দৃশ্য। পর্যটক আর স্থানীয়দের পদচারণায় মুখরিত এই এলাকাগুলো এখন উৎসবের প্রাণকেন্দ্র।
কেনাকাটায় শেষ মুহূর্তের ব্যস্ততা
বড়দিন মানেই উপহার আদান-প্রদান। আর তাই লন্ডনের দোকানগুলোতে এখন তিল ধারণের জায়গা নেই। মুদ্রাস্ফীতি আর জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির চ্যালেঞ্জ সত্ত্বেও ব্রিটিশদের কেনাকাটার আগ্রহে খুব একটা ভাটা পড়েনি। টার্কি রোস্ট, ক্রিসমাস পুডিং আর ঐতিহ্যবাহী মিন্স পাইয়ের জন্য প্রয়োজনীয় রসদ সংগ্রহে সুপারমার্কেটগুলোতে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ঘর সাজানোর সামগ্রী এবং ক্রিসমাস ট্রির চাহিদাই সবচেয়ে বেশি।
উৎসবের আমেজে পর্যটন ও বিনোদন
হাইড পার্কের বিখ্যাত ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড’ এখন সব বয়সের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। কনকনে ঠান্ডার মাঝে গরম গরম ‘মালড ওয়াইন’ আর রোস্টেড চেস্টনাটের স্বাদ নিতে নিতে মেলায় সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। ট্রাফালগার স্কয়ারে নরওয়ে থেকে আসা বিশাল ক্রিসমাস ট্রি-টির নিচে প্রতিদিন সন্ধ্যায় বসছে ক্যারল গানের আসর। সেই সুরের মূর্ছনা জানিয়ে দিচ্ছে—উৎসব দরজায় কড়া নাড়ছে।
কমিউনিটি ও সংহতি
বড়দিন শুধু ব্যক্তিগত উৎসব নয়, এটি একে অপরের পাশে দাঁড়ানোরও সময়। লন্ডনের বিভিন্ন চ্যারিটি সংস্থা এবং কমিউনিটি সেন্টারগুলো গৃহহীন ও অসহায় মানুষের জন্য বিশেষ খাবারের আয়োজন করছে। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা দল বেঁধে বাড়ি বাড়ি গিয়ে ক্রিসমাস ক্যারল গেয়ে অর্থ সংগ্রহ করছে আর্তমানবতার সেবায়।
সব মিলিয়ে আগামী বৃহস্পতিবারের মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে লন্ডন এখন এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়েছে। সাজ সাজ রবে চলা এই প্রস্তুতির শেষ তুলির টান এখন কেবল বৃহস্পতিবার সকালের গির্জার ঘণ্টা আর সেই কাঙ্ক্ষিত ক্রিসমাস লাঞ্চের অপেক্ষায়।
#LondonDiaries #LondonLetter #Christmas2025 #LondonChristmas #FestiveVibe #TravelLondon #ChristmasLights #GlobalFestival #LondonerChithi #BusinessToday24 #HolidaySeason #WinterWonderland #LondonLife










