Home জাতীয় খালেদা জিয়ার মনোনয়নপত্রে এবার স্বাক্ষরের বদলে ‘টিপসই’

খালেদা জিয়ার মনোনয়নপত্রে এবার স্বাক্ষরের বদলে ‘টিপসই’

সংগৃহীত ছবি

অসুস্থতা ও শারীরিক ঝুঁকি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বগুড়া: বর্তমানে রাজধানীতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। গুরুতর অসুস্থতার কারণে এবার তিনি মনোনয়নপত্রে চিরাচরিত স্বাক্ষরের পরিবর্তে ‘টিপসই’ দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা তিনটার দিকে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় জ্যেষ্ঠ নেতারা।

মনোনয়নপত্র জমা ও বর্তমান পরিস্থিতি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই মনোনয়ন দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের ব্রিফিংকালে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন: “ম্যাডাম (খালেদা জিয়া) বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অত্যন্ত অসুস্থ, তবে তিনি ইশারা দিচ্ছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এবার মনোনয়নপত্রে তিনি নিজেই টিপসই দিয়েছেন।”

বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং ঝুঁকির কথা মাথায় রেখে দলীয় কৌশলের অংশ হিসেবে এই আসনে বিকল্প প্রার্থীও প্রস্তুত রেখেছে বিএনপি।

জানা গেছে, বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনসহ খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি আসনেই বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।