বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ভোলা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে রেজওয়ান আমিন সিফাত (২৫) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তার নিজ বাড়ির সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার জন্য সিফাত নিজ বাড়ি থেকে বের হন। এসময় বাড়ির সামনে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। সিফাতের চিৎকারে তার বাবা আলাউদ্দিন হাওলাদার ও মা দৌড়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার এই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, “সাবেক আওয়ামী লীগ সদস্য মো. হেলাল হাওলাদার এবং তার তিন ছেলে হাসিব, শাকিব ও শিহাবসহ মো. মঞ্জিল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে।”
তিনি আরও কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গত ১৭ বছর ধরে এই গোষ্ঠীটি আমাদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। আজ তারা আমার ছেলেকে কেড়ে নিল। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।”
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানান, “প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।










