বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনটি দেশের রাজনীতিতে বরাবরই বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন সমীকরণ। দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
দুর্গের পুনরুত্থান ও নির্বাচনী সমীকরণ
১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বগুড়া-৬ আসনটি ছিল বিএনপির অবিচ্ছেদ্য অংশ। প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া টানা চারবার এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত জুলাই অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে তারেক রহমানের অংশগ্রহণ বিএনপির সেই পুরনো ‘দুর্গ’ পুনরুদ্ধারের চূড়ান্ত ধাপ হিসেবে দেখা হচ্ছে।
একই আসনে বৈধতা পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। ফলে এই আসনে ২০ দলীয় জোটের সাবেক শরিকদের মধ্যে কোনো নির্বাচনী সমঝোতা হয় কি না, তা নিয়ে এখন থেকেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
ছোট ভুলেই স্বপ্নভঙ্গ বাসদের
নির্বাচনী বৈতরণী পার হওয়ার আগেই হোঁচট খেলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আয়কর রিটার্ন জমা না দেওয়ার মতো কারিগরি কারণে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। ফলে নির্বাচনী মাঠ থেকে শুরুতেই ছিটকে গেলেন এই বামপন্থী নেতা।
ঢাকা থেকে বগুড়া: তারেক রহমানের জোড়া লড়াই
তারেক রহমান কেবল বগুড়া নয়, বরং রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত ঢাকা-১৭ আসন থেকেও লড়াই করছেন। গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর তিনি ঢাকার ভোটার হন। তার পক্ষে বিএনপির হেভিওয়েট নেতারা দুই আসনেই মনোনয়নপত্র দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের ফলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের অংশগ্রহণে আর কোনো আইনি বাধা রইল না।
নির্বাচনের মাইলফলক তারিখসমূহ:
| বিষয় | তারিখ |
| মনোনয়নপত্র যাচাই-বাছাই | ৩ জানুয়ারি, ২০২৬ |
| ভোটগ্রহণ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ |
| আসন | বগুড়া-৬ ও ঢাকা-১৭ |
বিগত জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে এটিই প্রথম সাধারণ নির্বাচন। ফলে সারা দেশের মানুষের চোখ এখন বগুড়ার এই লড়াইয়ের দিকে। তারেক রহমান কি পারবেন তার মায়ের সেই অপরাজেয় রেকর্ড অক্ষুণ্ণ রাখতে? উত্তর পাওয়া যাবে ফেব্রুয়ারির ব্যালট যুদ্ধে।










