Home Second Lead ‘এটা কি আমার বাপের টাকায় করছে’, ফলকে নাম দেখে উপদেষ্টা ফাওজুল

‘এটা কি আমার বাপের টাকায় করছে’, ফলকে নাম দেখে উপদেষ্টা ফাওজুল

ছবি: সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানেই অপ্রত্যাশিত এক মুহূর্ত। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নামফলকে নিজের নাম দেখে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন।

রোববার সকালে টোল প্লাজার পাশে আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি বলেন, “এটা কি আমার বাপের টাকায় করেছে? তাহলে আমার নাম ফলকে থাকবে কেন? এটা ইমিডিয়েটলি বদলাও। এখানে যারা প্রকল্প বাস্তবায়ন করেছেন—মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিভাগ বা প্রতিষ্ঠানের নাম থাকতে পারে, আমার না।”

এই অকপট অবস্থান একদিকে অনুষ্ঠানস্থলে উপস্থিতদের অবাক করলেও, অন্যদিকে স্বচ্ছতা ও জনঅর্থের সঠিক ব্যবহার নিয়ে তাঁর স্পষ্ট বার্তা তুলে ধরে।

ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ এদিন চালু হয়। ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত বিস্তৃত এই এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৮ কিলোমিটার। ২০২২ সালের মে মাসে কাজ শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।

বক্তৃতায় ফাওজুল কবির খান বলেন, “আশপাশের দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণ ব্যয় অস্বাভাবিকভাবে বেশি। দুর্নীতি একটি বড় কারণ। প্রকৌশলীদের তদারকিতে এই খরচ ২০-৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।” তিনি আরও বলেন, “শুধু সড়কের ওপর নির্ভর না করে রেলপথ, নদীপথ ও আকাশপথে গুরুত্ব বাড়াতে হবে।”

অনুষ্ঠানে ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা।

যান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এক্সপ্রেসওয়েতে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আংশিকভাবে টোল আদায়ও শুরু হয়েছে।

👉 প্রতিবেদনটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন।