বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)- এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩.৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদে সিএসই-এর প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এক্সচেঞ্জটির চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান।
সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে বিদায়ী অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং লভ্যাংশ অনুমোদন করা হয়। এ সময় সিএসইর চেয়ারম্যান প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও পুঁজিবাজারের উন্নয়নে সিএসইর ভূমিকা তুলে ধরেন।
এবারের এজিএমে নির্বাচনের ফলাফলও আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। সিএসইর শেয়ারহোল্ডার পরিচালক পদের জন্য অন্য কোনো প্রার্থী না থাকায় লাঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগে গত ২৭ নভেম্বর সিএসইর নির্বাচন কমিটি তাঁকে বিজয়ী ঘোষণা করেছিল।
বার্ষিক সাধারণ সভায় সিএসইর পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ড. মাহমুদ হাসান, নাজনীন সুলতানা এফসিএ, মেজর (অব.) এমদাদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং শাহজাদা মাহমুদ চৌধুরী। এছাড়া সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার এফসিএ, এফসিএমএ এবং কোম্পানি সেক্রেটারি রাজীব সাহা এফসিএস সভায় উপস্থিত ছিলেন।
পরিশেষে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার উপস্থিত শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।










