Home Uncategorized  হজে প্রথমবারের মতো আগুন নেভানো ড্রোন ‘ফ্যালকন’

 হজে প্রথমবারের মতো আগুন নেভানো ড্রোন ‘ফ্যালকন’

আন্তর্জাতিক ডেস্ক:

এই বছরের হজ মৌসুমে প্রথমবারের মতো  কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত অগ্নিনির্বাপণ ড্রোন ‘ফ্যালকন’ ব্যবহারের ঘোষণা দিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। রোববার (১ জুন) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফ্যালকন’ ড্রোন বিশেষভাবে উচ্চতা ও দুর্গম স্থানে উদ্ধার এবং অগ্নিনির্বাপণের জন্য তৈরি। এটি একটানা ১২ ঘণ্টা উঁচু এলাকায় উড়তে পারে এবং প্রায় ৪০ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম।

ড্রোনটিতে রয়েছে মাল্টিপারপাস ফায়ার ফাইটিং সিস্টেম, তাপ শনাক্তকরণে সক্ষম ক্যামেরা, লাইভ ভিডিও সম্প্রচারের সুবিধা এবং একটি সমন্বিত উদ্ধার, নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা। এসব প্রযুক্তির মাধ্যমে এটি সরাসরি নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে যুক্ত থেকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

ফ্যালকন ড্রোনের বহুমুখী ব্যবহার সম্ভাবনার মধ্যে রয়েছে উঁচু ভবন, শিল্প এলাকা, ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম, জনবহুল স্থান ও বনভূমিতে আগুন লাগার মতো পরিবেশে তাৎক্ষণিক সাড়া দেওয়া। এই ড্রোন ব্যবহারের ফলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি না নিয়েই দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে বলে জানায় কর্তৃপক্ষ।

হজ নিরাপত্তা বাহিনীর সম্মেলনে বেসামরিক প্রতিরক্ষার মহাপরিচালক মেজর জেনারেল হামুদ বিন সুলাইমান আল-ফারাজ জানান, হজ চলাকালীন দুর্ঘটনা মোকাবিলায় প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে হজযাত্রীদের আবাসস্থলে আগাম পরিদর্শন, নিয়মিত নিরাপত্তা টহল এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যৌথ মহড়া চালানো হচ্ছে।

এদিকে, সৌদি জননিরাপত্তা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল-বাসসামি জানান, এ পর্যন্ত মক্কায় অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করা ২ লাখ ৬৯ হাজার ৬৭৮ জনকে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি ২৫২টি ভুয়া হজ ক্যাম্পেইন, ১ হাজার ২৩৯ জন অবৈধভাবে হজযাত্রী পরিবহনকারী এবং হজবিধি লঙ্ঘনকারী ১ লাখ ৯ হাজার ৬৩২টি যানবাহন আটক ও ফিরিয়ে দেওয়া হয়েছে।