Home খেলাধুলা আবার মা হচ্ছেন অনুষ্কা শর্মা

আবার মা হচ্ছেন অনুষ্কা শর্মা

বিজনেসটুডে২৪ ডেস্ক

আবার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। কিন্তু বিরাট কোহলি বা অনুষ্কা, কেউ-ই এই নিয়ে মুখ খোলেননি কখনই। তবে এবার আর কিছুই লুকোনো থাকলো না। বেঙ্গালুরুর হোটেলে বিরাটের সঙ্গে অন্তঃসত্ত্বা অনুষ্কাকে দেখা গেল।

বিশ্বকাপের পরবর্তী ম্যাচ ভারত বনাম নেদারল্যান্ডস। ইতিমধ্যেই বেঙ্গালুরু পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। এদিন বিরাট কোহলির হাতে হাত রেখে হোটেলে ঢুকতে দেখা যায় অনুষ্কাকে। অনুষ্কার পরনে ছিল কালো ঢিলেঢালা ফ্রক, খোলা চুল। সেখানেই ছিপছিপে চেহারায় স্পষ্ট অভিনেত্রীর বেবিবাম্প। অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে রাখছেন বিরাট। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তাদের এই ভিডিও। বিরাট ও অনুষ্কাকে শুভেচ্ছাবার্তাও দিতে শুরু করেছেন অনুরাগীরা।

 

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের শেষের দিকে একটি ম্যাটারনিটি ক্লিনিকের বাইরে দেখতে পাওয়া গিয়েছিল অনুষ্কাকে। যদিও অনুষ্কার অনুরোধে তাঁর কোনও ছবি প্রকাশ করা হয়নি। অনুষ্কা আশ্বাস দেন যে, খুব শীঘ্রই নিজেদের তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন তাঁরা। এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে বিরুষ্কা সেই ‘সুখবর’ ঘোষণা করেননি।