বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: আগ্রাবাদ এক্সেস রোডে বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে হাতিল ফার্নিচার শো রুম।
এক্সেস রোডে আমিন টাওয়ার-এ এই শোরুম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হাতিল কমপ্লেক্স লিঃ-র চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর সেলিম এইচ রহমান। চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), হাতিল ফার্ণিচার-র পরিচালক মশিউর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাব-র সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ফার্ণিচার এসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি চেম্বার সভাপতি বলেন-দেশীয় ফার্ণিচার শিল্পের ক্ষেত্রে হাতিল একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এক সময় আমাদের দেশ কোয়ালিটি ফার্ণিচারের ক্ষেত্রে সম্পূর্ণ আমদানি নির্ভর ছিল। কিন্তু দেশীয় উদ্যোক্তাদের প্রচেষ্টার ফলে বাংলাদেশে আজ বিশ্বমানের ফার্ণিচার তেরি হচ্ছে এবং বিদেশেও রপ্তানি হচ্ছে। এ সেক্টরে বর্তমানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে। শিল্পায়নের সাথে সাথে নগরীতে কর্মজীবী মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব মানুষের বাসস্থানের জন্য যৌক্তিক মূল্যে ফার্ণিচারের যোগানদাতা অন্যতম প্রতিষ্ঠান হাতিল বাংলাদেশের অর্থনীতিতেও কাঙ্খিত ভূমিকা পালন করে আসছে।
তিনি আগ্রাবাদস্থ নতুন শো-রুমের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।