Home Second Lead ইন্দোনেশিয়া উপকূলে ভাসমান ৯৪ রোহিঙ্গা উদ্ধার

ইন্দোনেশিয়া উপকূলে ভাসমান ৯৪ রোহিঙ্গা উদ্ধার

বিজনেসটুডে২৪ ডেস্ক

সমুদ্র থেকে উদ্ধার করা ৯৪ রোহিঙ্গাকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশের জেলেরা বৃহস্পতিবার তীরে নিয়ে গেছেন। যদিও ওই শরণার্থীদের দেশটিতে আশ্রয় দেয়া হবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইন্দোনেশিয়া সরকার।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা খুবই দুর্বল ও ক্ষুধার্ত ছিলেন এবং তাঁদেরকে তীরে নিয়ে যেতে স্থানীয়রা জেলেদের সহায়তা করেন । স্থানীয়রা জানান,“তখন খুব বৃষ্টি হচ্ছিল, ঠাণ্ডার মধ্যে খোলা সমুদ্রে তাঁদেরকে দেখে লোকজনের খুব খারাপ লাগছিল।’’

স্থানীয় লোকজন রোহিঙ্গাদের খাদ্য ও পোশাক সরবরাহ করেন। এদের মধ্যে একজন অসুস্থ থাকায় তাঁকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।

সোমবার আচেহ’র জেলেরা সমুদ্রে ভাসমান একটি ভাঙাচোরা নৌকা থেকে ওই ৯৪ রোহিঙ্গাকে উদ্ধার করে নিজেদের নৌকায় নিয়ে আসেন। এদের মধ্যে ১৫ শিশু, ৪৯ নারী ও ৩০ জন পুরুষ।

বৃহস্পতিবার তীরে নেবার আগে পর্যন্ত রোহিঙ্গারা উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে জেলেদের নৌকাতেই ছিলেন।

করোনাভাইরাস আতঙ্কে এসব শরণার্থীদের আশ্রয় না দিয়ে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল কর্তৃপক্ষ।

তীরে নামার পর জেলেরা রোহিঙ্গাদের প্রথমে স্থানীয় মাছ বাজারের কাছে একটি আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ তাঁদেরকে সেখান থেকে উত্তর আচেহ’র ব্লাং মাংগাত জেলার পরিত্যাক্ত একটি অভিবাসন কেন্দ্রের ফাঁকা দালানে নিয়ে গেছে । শরণার্থীদের থাকার মতো যথেষ্ট সুবিধা রয়েছে।