বিজনেসটুডে২৪ প্রতিনিধি
সিলেট: এমসি কলেজ ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মামলার আসামি কলেজ ছাত্রলীগ নেতা এম সাইফুর রহমান (২৮) কে আসামি করে ও পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে এই মামলা দায়ের করা হয়।
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার মধ্যরাতে এমসি কলেজের ছাত্রাবাসে পুলিশি অভিযানকালে একটি বিদেশি পিস্তল, চারটি রামদা, দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।