“যারা নৌকার গায়ে কুড়াল মারার প্রস্তুতি নিচ্ছে, তারা কুড়াল মার্কার ফ্রিডম পার্টির লোক”
চট্টগ্রাম: ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি সালাউদ্দিন ইবনে আহম্মদ এর সভাপতিত্বে আজ বিকেলে নগরীর পূর্ব মাদারবাড়ী সিটি কর্পোরেশন মার্কেট সম্মূখে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বন্দর- পতেঙ্গা আসনে টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য এম.এ. লতিফ বলেন- “পিতার বিরোধিতা করে, পিতার ঘরে থাকার অধিকার কোন সন্তানের থাকে না। নৌকার বিরোধিতা করে আওয়ামী লীগে থাকারও কোন সুযোগ নেই। যে পাত্রে খাবেন সে পাত্র ছিদ্র করার মতো নেমকহারামি না করে দলের পদ পদবী ছেড়ে জনপ্রিয়তা যাচাই করতে আসুন।
তিনিবলেন, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, জাতীয় চার নেতার মধ্যে অন্যতম সৈয়দ নজরুলের সন্তান আওয়ামী লীগের মরহুম সেক্রেটারি, সৈয়দ আশরাফ ভাই বলেছিলেন, “আমার গায়ে রক্ত- মাংস বলে কিছু নেই, যা আছে সবটুকু আওয়ামীলীগ।” এটা আশরাফ ভাইয়ের একার কথা নয়, এটা সারা বাংলাদেশের আনাচে কানাচে থাকা সকল আওয়ামী পরিবারের সদস্যদের হৃদয়ের কথা। সে আওয়ামী লীগ শেখ হাসিনার নৌকায় কুড়াল মারতে পারে না। যারা নৌকার গায়ে কুড়াল মাড়তে প্রস্তুতি নিচ্ছে, তারা ছিলো কুড়াল মার্কার ফ্রিডম পার্টির লোক।”
মতবিনিময় সভায় ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিত্বে সাধারন সম্পাদক মজিবুল হক পিয়ারুর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক মিয়া, সভায় আরো বক্তব্য রাখেন-মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক চৌধুরী, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, মহিলা কাউন্সিলর নিলু নাগ সদরঘাট থানার সভাপতি জাহাঙ্গীর চৌধুরী সিনিয়র সহ- সভাপতি হাজী শওকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মদ, ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহম্মদ খোকন, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি প্রমুখ। -সংবাদ বিজ্ঞপ্তি