বিনোদন ডেস্ক:
বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন চলচ্চিত্র উৎসবগুলোর একটি কান। আর সেই কানের লাল গালিচায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রত্যেকবারের উপস্থিতি যেন হয়ে ওঠে এক আলাদা প্রতীক্ষার নাম। বছর ঘুরে আবারও এলেন তিনি। তবে এবার তার লুক আর উপস্থিতি শুধু ফ্যাশনের গল্প বলল না, বলল সম্পর্কের ইঙ্গিতপূর্ণ এক ব্যাখ্যারও।
২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া হাজির হলেন একেবারে দেশি সাজে—সাদা বেনারসি শাড়ি, ফুলস্লিভ ব্লাউজ আর সিঁথি ভরা চওড়া লাল সিঁদুর। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই উপস্থিতি ভাইরাল। কেউ বলছেন, “এটাই কান ফ্যাশনের নব সংজ্ঞা”, কেউ আবার ব্যাখ্যা দিচ্ছেন, “এই সিঁদুর একা নয়, এই সিঁদুর অনেক প্রশ্নের উত্তরও।”
ডিজাইনার মণীশ মালহোত্রার তৈরি শাড়ি আর গলার ২৯০ ক্যারেটের মোজাম্বিক রুবির হারটি চোখ ধাঁধানো। তার সঙ্গে ছিল ৩০ ক্যারেট রুবি ও হিরা বসানো একটি অনন্য নেকলেস এবং ‘রেনেসাঁ অফ রুবিস’ আংটি। মেকআপ ছিল সরল, স্বতঃস্ফূর্ত—ন্যুড শেডে সাজানো ঠোঁটে হালকা ব্রাউন লিপস্টিক।
তবে সব ছাপিয়ে গিয়েছে তার সিঁথির সিঁদুর। গত দু’বছর ধরে বলিউডের গুঞ্জনপাড়ায় ঘুরপাক খাচ্ছিল অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক ভাঙনের গুজব। জনসমক্ষে একে অন্যের অনুপস্থিতি, পারিবারিক আয়োজনে ঐশ্বরিয়ার একক উপস্থিতি, এমনকি মেয়েকে সঙ্গে নিয়ে একাধিক ভ্রমণ, সবই ইন্ধন জুগিয়েছিল ডিভোর্সের জল্পনায়।
তবে এবারের কান যেন রাই সুন্দরীর এক ঘোষণা—‘আমি এখনো ঐশ্বরিয়া রাই বচ্চন।’ কারও কারও ভাষায়, এ এক নিঃশব্দ জবাব।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর মন্তব্য, “উফফফ এই সিঁদুরটাই সবটা বদলে দিল।” অন্য একজন লিখেছেন, “রানি তিনি সবসময় ছিলেন, আজ যেন মুকুটটা ফের পরে নিলেন।”
অন্যদিকে, এই লুকের আরেক পাঠ বলছে, ঐশ্বরিয়া বুঝিয়ে দিলেন, শুধু ফ্যাশন নয়, তার জীবনের ‘ব্যক্তিগত অধ্যায়’ নিয়েও তিনিই নিয়ন্ত্রক। কোনও জল্পনা নয়, নিজস্ব ভঙ্গিতে ও আত্মবিশ্বাসে তিনি আবারও প্রমাণ করলেন, কেন তাকে বলা হয়—‘কানের রানি’।
আপনিও কি ঐশ্বরিয়ার কানের লুক দেখে মুগ্ধ?
নিচে মন্তব্য করে জানান, আপনার চোখে সেরা কান মোমেন্ট কোনটি?