Home Second Lead কন্টেইনার শিপিং এসো’র নতুন কমিটি

কন্টেইনার শিপিং এসো’র নতুন কমিটি

নব নির্বাচিত চেয়ারম্যান ও জেনারেল সেক্রেটারি।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশ কন্টেইনার শিপিং এসোসিয়েশন-এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে গত সপ্তাহে ।  ২০২৪-২০২৬ মেয়াদের জন্য এই নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

ওসেন নেটওয়ার্ক এক্সপ্রেস ( বাংলাদেশ) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ফাইয়াজ খোন্দকার কমিটির চেয়ারম্যান এবং জিবিএক্স লজিস্টিকস লিমিটেড-এর  নির্বাহী পরিচালক শামসুদ্দীন আহমেদ চৌধুরী জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

এছাড়া, মার্সক বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার নিখিল ভিনসেন্ট ডি’লিমা ভাইস-চেয়ারম্যান, ট্রাইডেন্ট শিপিং লাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুবের আনোয়ার ভাইস-চেয়ারম্যান, সী কনসোর্টিয়াম লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এ এস চৌধুরী ট্রেজারার, এমএসসি ম্যাডিটেরেনিয়ান শিপিং কোম্পানির সিইও ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ ও এপিএল ( বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহামেদ গাজালি ইকরাম আহমেদ সদস্য নির্বাচিত হয়েছেন।