Home Third Lead করোনায় মারা গেলেন গাইনি বিশেষজ্ঞ ডা. সুলতানা লতিফা

করোনায় মারা গেলেন গাইনি বিশেষজ্ঞ ডা. সুলতানা লতিফা

ডা. সুলতানা লতিফা জামান আইরিন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের  গাইনি বিশেষজ্ঞ ডা. সুলতানা লতিফা জামান আইরিন। তার বয়স হয়েছিল ৩৪ বছর। এ নিয়ে চট্টগ্রামে ১১ জন চিকিৎসক করোনায় মৃত্যুবরণ করলেন।

জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, করোনা আক্রান্ত হওয়ার পর ডা. আইরিন জামান ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। পরে তাকে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে আইরিনের অবস্থা খারাপ ছিল। পরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ দুপুর পৌনে দুইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।