Home First Lead করোনাভাইরাসে আক্রান্ত আরও ৮৮৯, মৃত্যু ১১৮

করোনাভাইরাসে আক্রান্ত আরও ৮৮৯, মৃত্যু ১১৮

ছবি: চায়না ডেইলি

বিজনেসটুডে২৪ ডেস্ক

চীনে করোনাভাইরাসে মৃত্যুর মিছিল চলছেই। ২৪ ঘণ্টায় মারা গেছে ১১৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৯ জন। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিল ৩৯২ জন। সেই হিসেবে আক্রান্তের সংখ্যা বেশি বেড়ে গেছে।

চীন এবং অপর ২৯টি দেশে করোনাভাইরাসে মোট আক্রা্ন্তের সংখ্যা ৭৬,৭৩৮ জন। এদের মধ্যে চীনে ৭৫,৪৬৫ জন।

বর্তমানে মোট আক্রান্ত রয়েছেন ৫৫,৯৩০ জন।েএদর মধ্যে ১২,০৬৫ জনের অবস্থা সংকটজনক। ১৮,৫৬১ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

মারণব্যাধি করোনাভাইরাসে মৃত্যুর হার ১১%।

গত ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিয়েছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশ।

পরিস্থিতি সামলাতে হিমশিম দশা চীনা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। শুধু চীন নয়, বিশ্ব জুড়ে বড় বড় গবেষকরা নেমে পড়েছেন নোভেল করোনা রুখে দেওয়ার ওষুধ তৈরিতে। কিন্তু এখনও এই ভাইরাসের কোনও প্রতিষেধক বা ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়নি। এ নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

ইতিমধ্যে করোনাভাইরাসকে বিশ্ববাসীর জন্য ‘মারাত্মক হুমকি’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।