Home Second Lead করোনায় মারা গেলেন বদরউদ্দিন কামরান

করোনায় মারা গেলেন বদরউদ্দিন কামরান

বদর উদ্দিন কামরান

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান মারা গেলেন করোনায়।

রবিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি  ইন্তেকাল করেন।  (ইন্নালিল্লাহি….. রাজিউন)।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে ৫ জুন।  প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হলেও ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থা সংকটাপন্ন হওয়াতে ৭জুন সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তার দেহে করোনাজয়ী কারো ‘এ’ পজিটিভ রক্তের সংগৃহীত প্লাজমা থেরাপি দেওয়া হয়। এরপর  কিছুটা সুস্থ হয়ে ওঠেন। রবিবার মধ্যরাতে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।