Home First Lead করোনা: আরও ৬০ মৃত, ২৩২০ আক্রান্ত ৯৯ দেশে First Leadআন্তর্জাতিক করোনা: আরও ৬০ মৃত, ২৩২০ আক্রান্ত ৯৯ দেশে March 7, 2020 FacebookTwitterPinterestWhatsApp বিজনেসটুডে২৪ ডেস্ক করোনার ত্রাস থামছে না। ৯৯টি দেশে তা ছড়িয়ে পড়েছে। নতুন করে বলি হয়েছে আরও ৬০ জন। আরও ২৩২০ জনের শরীরে সংক্রমিত হয়েছে করোনাভাইরাস। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে করোনায় মৃতের মোট সংখ্যা ৩৫২৬ এবং মোট আক্রান্ত ১,০৪,২৬৫ জন।