Home Second Lead করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন নাজমুল হক মিয়া

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন নাজমুল হক মিয়া

নাজমুল হক মিয়া

চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও চিটগাং চেম্বারের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট নাজমুল হক মিয়া আজ বুধবার বেলা সাড়ে ১২ টায় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ………রাজিউন)। বয়স হয়েছিল প্রায় ৭২ বছর। তার ৩ ছেলে ও এক মেয়ে।

তিনি নওজোয়ান অয়েল মিলের স্বত্ত্বাধিকারী এবং নজুমিয়া ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লি এবং নতুন চাক্তাই নজুমিয়া সওদাগর মসজিদ কমিটির সভাপতি।

পারিবারিক সূত্র জানায়,  ৫ দিন ধরে নাজমুল হক মিয়া  অসুস্থ ছিলেন। করোনা আশংকায় মঙ্গলবার নমুনা নেয়া হয়েছে। তবে, ফলাফল এখনও পাওয়া যায়নি। আজ শারীরিক অবস্থার অবনতি ঘটলে অ্যাম্বুলেন্সের  জন্য পাঠানো হয়। এ অবস্থার মধ্যে মারা যান তিনি।