Home First Lead করোনা চিকিৎসা সেবা দিতে প্রস্তুত মা-শিশু হাসপাতাল

করোনা চিকিৎসা সেবা দিতে প্রস্তুত মা-শিশু হাসপাতাল

  • ২০ শয্যার আইসোলেশন সেন্টার, ৫০ শয্যার ফ্লু কর্নার
  • ৫০০ শয্যার করোনা হাসপাতাল এখানেই চালু সম্ভব: আজাদ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে  প্রস্তুত আগ্রাবাদে  অবস্থিত চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল।

হাসপাতালের কার্যনির্বাহি কমিটির ট্র্রেজারার রেজাউল করিম আজাদ জানান, চলতি সপ্তাহে হাসপাতালের করোনা ইউনিটের কার্যক্রম শুরুর জন্য যাবতীয় প্রস্তুতি শেষ। অনুমোদন চেয়ে শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে পত্র দেয়া হয়েছে।

জানান, নব নির্মিত হাসপাতাল ভবনে করোনা রোগী চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়েছে। ২০ শয্যার আইসোলেশন সেন্টার এবং ৫০ শয্যার ফ্লু কর্নার।  সেন্টারে চিকিৎসা সেবা পাবেন করোনা আক্রান্তরা। আপাতত দু’টি ভেন্টিলেটার রাখা হয়েছে এবং আরও দু’টি আসছে। তাছাড়া, হাসপাতালের আইসিইউতে আছে ১১টি। প্রয়োজনে সেগুলোও ব্যবহার করা যাবে। জ্বর, সর্দি, কাঁশি ইত্যাদি করোনার উপসর্গ নিয়ে যারা আসবেন প্রাথমিকভাবে তাদের চিকিৎসার জন্য ফ্লু কর্নার।

চিকিৎসক, নার্স, সুরক্ষা সরঞ্জাম, প্রয়োজনীয় যন্ত্রপাতি ইত্যাদি সহকারে প্রস্তুত চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল। পিসিআর মেশিন অনুদান হিসেবে চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

রেজাউল করিম আজাদ

রেজাউল করিম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সরকারি সহযোগিতা পেলে এখানেই ৫০০ শয্যার করোনা চিকিৎসা হাসপাতাল চালু করা সম্ভব হবে। এটা আমরা পর্যালোচনা করে দেখেছি। তার জন্য প্রয়োজন চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য কর্মি নিয়োগ এবং চিকিৎসা সরঞ্জামের জন্য প্রয়োজন সরকারি অনুদান। সরকার সহযোগিতা নিয়ে এগিয়ে এলে চট্টগ্রামের সব করোনা রোগীর চিকিৎসা এখানে নিশ্চিত করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।

চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী, জনহিতকর ও স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান। জনসাধারণের অর্থানুকূল্যে এটি পরিচালিত হচ্ছে।

১৯৭৯ সালের ৩১শে ডিসেম্বর আন্তর্জাতিক শিশু বর্ষ উপলক্ষে চট্টগ্রামের কিছু মহৎ প্রাণ সমাজ হিতৈষী ব্যক্তি বর্গের উদ্যোগে এই হাসপাতাল প্রতিষ্ঠা লাভ করে।  প্রাথমিক ভাবে শুধুমাত্র শিশু স্বাস্থ্য বহির্বিভাগের মাধ্যমে এই হাসপাতালের যাত্রা শুরু হলেও বর্তমানে এটি ৬৫০ শয্যা বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল ।

আন্তঃবিভাগে গড়ে ৫০০ ও বহির্বিভাগে এক হাজার রোগী এবং তাদের অভিভাবকসহ প্রতিদিন চার থেকে পাঁচ হাজার মানুষ সেবা নেয় এ হাসপাতাল থেকে।