Home অন্যান্য করোনা ত্রাসে ইতালিতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৭৯৩ জনের

করোনা ত্রাসে ইতালিতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৭৯৩ জনের

বিজনেসটুডে২৪ ডেস্ক

করোনায় ইতালিতে আক্রান্ত ৫৩৫৭৮ জন। শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫৫৭ জন।

মারা গেছেন ৪৮২৫ জন। তাদের ৭৯৩ জন মারা গেছেন ২৪ ঘণ্টায়। এর আগে ইতালিতে করোনায় একদিনে সর্বোচ্চ ৬২৭  জনের মৃত্যু হয়। এবার সে সংখ্যাও ছাড়িয়ে গেল।

দেশটির লম্বারডি অঞ্চলে করোনার প্রকোপ সবচেয়ে ভয়াবহ। তবে খবরে বলা হয়েছে, দেশটিতে করোনায় আক্রান্ত ৬০৭২ জন সুস্থ হয়েছেন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এরপর বিশ্বের ১৮৬ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাসে ইতিমধ্যে ১২,৮৩৬ জনের মৃত্যু হয়েছে।