Home Uncategorized কুমড়া প্রতীক নিয়ে ফিরিঙ্গিবাজারে বিপ্লবের গণসংযোগ

কুমড়া প্রতীক নিয়ে ফিরিঙ্গিবাজারে বিপ্লবের গণসংযোগ

ফিরিঙ্গিবাজারে গণসংযোগ কাউন্সিলর প্রার্থী বিপ্লবের

চট্টগ্রাম:  সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে শনিবার ব্যাপক গনসংযোগ করেন আলহাজ হাসান মুরাদ বিপ্লব।

ফিরিঙ্গীবাজার টেকপাড়ায় বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ৬ ঘন্টা গণসংযোগ করেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আলহাজ হাসান মুরাদ বিপ্লব। গনসংযোগকালে তিনি বলেন, একটি গতিশীল, কর্মমুখর, শান্তিপূর্ণ, স্বাস্থ্য সম্মত, নান্দনিক একটি অসাম্প্রাদায়িক চেতনার ফিরিঙ্গীবাজার ওয়ার্ড গঠনে আমার এবং এলাকাবাসীর লালিত স্বপ্নের বাস্তবায়নে চলমান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আবারও প্রার্থী । সনাতন সম্প্রদায়ে প্রতিটি উৎসবে আমি বিগত দিনের মত আগামীতেও বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে পালন করবো। নেভাল-২তে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক শাহাদাত হোসেন, আলহাজ¦ নাছির আহমেদ, মঞ্জুর আহমেদ, আবদুস সামাদ, আলহাজ¦ আবদুল মাবুদ, বিপ্লব বসাক, আলহাজ¦ মোকতার আহমদ, ফারুক আহমদ, আফসার উদ্দিন আহমদ, মো. রফিক, খোরশেদ আলম রহমান, ওসমান গণি মানিক, তাজউদ্দিন রিজভী, সাইফুদ্দিন আহমেদ, ফজলে হাসান চৌধুরী, ইসতেখার উদ্দিন পারভেজ, তানভীর আহমেদ রিংকু, জাহাঙ্গীর আলম, তারাপদ দাশ, হুমায়ুন মোর্শেদ সিদ্দিকী, দিলীপ দাশ অনু, লক্ষীপদ দাশ, প্রদীপ দাশ, সুজিত দাশ, বিজয় দাশ, রুপন দাশ, চন্দ্রমোহন দাশ, মোঃ সরওয়ার সরকার, আমিনুল ইসলাম লিটন, অসিউর রহমান, সাফফাত বিন আমিন, শফিউল আজম জনি, অনিন্দ্য দেব, মুগ্ধ সেন, শানু চক্রবর্ত্তী, খোকন দত্ত, জুয়েল, নান্টু, আকাশ, সেতু, তন্ময়, শিশির, হৃদয়, সৈকত, নয়ন, টিস্যু, নিশাত, দোলন প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তি